দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: একুশে ভোটের আগে ফের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কার্যত আজ থেকেই সফরে ব্যাস্ত থাকবেন তিনি। জানা গিয়েছে এই সফরে তিনি প্রশাসনিক ও রাজনৈতিক দুই সভাই করবেন। বেশ কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ বাঁকুড়ায় সভা করে এসেছেন।এর পরই গত রবিবার বাঁকুড়ায় সভা করেন মুখ্যমন্ত্রী।এটাকে ভোটের আগের রননীতি বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশো।
মুখ্যমন্ত্রীর জেলা সফরেরে নির্দেশিকা অনুসারে, সোমবার খাতড়ায় সিধু কানু স্টেডিয়ামের একটি সরকারি সভায় যোগ দেন তিনি। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস তথা উদ্বোধনের কর্মসূচি রয়েছেন তাঁর।মঙ্গলবার বাঁকুড়া রবীন্দ্র ভবনের প্রশাসনিক বৈঠক যোগ দেবেন তিনি।তবে তার আগে কাল প্রধানমন্ত্রীর সাথেও ভার্চুয়াল বৈঠকের কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর।
পরের দিন অর্থাৎ বুধবার, শুনুকপাহাড়িতে একটি দলীয় সভায় যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফিরেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উল্লেখ্য, জেলা তৃণমূল সুত্রে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেবেন প্রতি ব্লকের আধিকারিকরা।পাশাপাশি তাঁর সভায় সাধারন মানুষদের বিভিন্ন সমস্যার পাশাপাশি, বিভিন্ন বিষয়েক ওপরের আলোকপাত করা হবে।