দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গরু পাচারকাণ্ডের কিংপিন এনামুল হক ও কয়লা পাচারচক্রের মাস্টারমাইন্ড অনুপ মাঝি ওরফে লালার সাথে যোগসূত্র মিলেছে চাটার্ড অ্যাকাউন্ট ফার্ম মালিক গোবিন্দ আগরওয়ালের। গতকাল কলকাতা পুলিসের গোয়েন্দাবিভাগ গ্রেফতার করেছে গোবিন্দ আগরওয়ালকে। আর তাঁকে জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে এনামুল ও অনুপ মাঝির সঙ্গে তাঁর লেনদেনের প্রাথমিক তথ্য।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত আগরওয়ালকে জেরা করে ও তাঁর ভূয়ো ফার্মের নথি খতিয়ে দেখে জানা গিয়েছে যে এনামুল ও অনুপ মাঝির কালো টাকা সাদা করার কাজটি করতেন তিনি। এমনকি পাচারচক্রের দুই মাস্টারমাইন্ডের হিসেব বহির্ভূত সম্পত্তি থেকে শুরু করে কালো টাকার হিসেব সবই এই আগরওয়ালের তত্ত্বাবধানে থাকত। বিভিন্ন ভুয়ো কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলে এই কালো টাকা বৈধ করার কাজটি কোরতো গোবিন্দ।
পাচারকারীদের বেআইনি কারবারের হিসেব দেখভাল করতেন গোবিন্দ। আজ মঙ্গলবার তাঁকে ফের আদালতে পেশ করবে কলকাতা পুলিস। তাঁর পুলিসি হেফাজতের জন্য আবেদন জানাবে তদন্ত বিভাগ। প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে এনামুল হককে গ্রেফতার করেছে সিবিআই। যদিও কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে সিবিআই ও ইডি।