দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রশাসনিক সভার সাথে সাথেই ভোটের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে হাত ফসকে যাওয়া বাঁকুড়া ও পশ্চিমাঞ্চলের আদিবাসীদের মনে পেতে ও বিধানসভা নির্বাচনের জল মাপতে অমিত শাহ ঘুরে যাওয়ার মাসেই সেখানে হাজির হয়েছেন তৃণমূল সুপ্রীমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গতকাল খাতরা’র মঞ্চ থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র মধ্যাহ্ন ভোজনের রাজনীতি নিয়ে কটাক্ষ করেছিলেন। উল্লেখ করেছিলেন তাঁর আমলে দলিত উন্নয়নের কথা।
মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে জেলার মানুষ রাজ্যের সমস্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না সে বিষয়ে আধিকারিকদের কাছে খোঁজখবর নেন। সেই সাথে আজ একুশের লক্ষ্যে আদিবাসী-রাজবংশী ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে বাঁকুড়ার প্রশাসনিক সভার মঞ্চ থেকে বিরসা মুণ্ডার পর এবার পঞ্চানন বর্মার জন্মদিনেও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করলেন তিনি।
আজ এই সভাতে তিনি বলেন, ‘নেতাজি, বিরসা মুণ্ডা, পঞ্চানন বর্মা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের নামে বিশ্ববিদ্যালয় গড়েছি। পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করার কথা অনেক দিন ধরে পরিকল্পনা ছিল। এটা হয়ে গেলে খানিকটা নিশ্চিন্ত।’ এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী বাউড়ি,বাগদি ও মতুয়া সাংস্কৃতিক বোর্ডের সদর দফতর কোথায় হবে কারা দায়িত্বে থাকবেন সেগুলি জানান।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাঁকুড়াতে বাউড়ি কালচারাল বোর্ডের সদর দপ্তর তৈরি হচ্ছে। বর্ধমানে তৈরি হচ্ছে বাগদি বোর্ডের সদর দফতর। মতুয়া বোর্ডের সদর অফিস তৈরি হচ্ছে ঠাকুরনগরে। বাগদি ও বাউড়িদের উন্নয়নের জন্য দেওয়া হবে রাজ্যসরকার দিচ্ছে ৫ কোটি টাকা। মতুয়াদের জন্য দিচ্ছে ১০ কোটি টাকা। তবে এদিন প্রশাসনিক সভায় রাস্তা থেকে শুরু করে, পানীয় জল, তফসিলি জাতি-উপজাতি শংসাপত্র আর যাবতীয় কাজ যেন দ্রুত শেষ করা হয়, সে ব্যাপারে অধিকারীক দের হুশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
তবে এদিন বৈঠকের একদম শেষদিকে এসে মেজাজ হরয়ে ফেলেন তিনি। জনপ্রতিনিধিদের ওঠা প্রশ্নের মুখে বাঁকুড়াতে লোকসভা নির্বাচনে হারের রাগ উথলে ওঠে। তিনি বলেন, “আর কিছু চাইবেন না। সবসময় খালি দাও আর দাও। টাকা কোথা থেকে আসবে? কেন্দ্র এক টাকাও দেয় না। বাঁকুড়ার জন্য অনেক করেছি। সামনে ভোট আসছে। আগে ভাল করে ভোট করাও, তারপর বাকি সব হবে।” মুখ্যমন্ত্রীর শেষ মন্তব্যে এটা পরিষ্কার যে রাজ্যের পূর্বাংশের পাশাপাশি পশ্চিমাংশও তাঁর মাথা ব্যথার যথেষ্ট কারণ হয়ে দাঁড়িয়েছে।