দ্য কলকাতা মিরর ব্যুরো : করোনা আবহেই প্রকাশিত হ’ল ২০২০ সালের মাধ্যমিকের ফলাফল। মহামারীর সংকটজনক পরিস্থিতিতে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পড়ুয়ারাও। তার মাঝেই জীবনের প্রথম বড় পরীক্ষার সাফল্য নিঃসন্দেহে অল্প হলেও স্বস্তি দিয়েছে তাঁদের। রাজ্যে এবছর রেকর্ড সংখ্যক পড়ুয়া পাশ করেছে মাধ্যমিকে। পাশ করেছে ৮,৪৩,৩০৫ জন। পাশের হার ৮৬.৩৪ শতাংশ।প্রতিবছরের মতো এবছরেরও মাধ্যমিক’এ জয়জয়কার হ’ল জেলার। যদিও, আশ্চর্যজনক ভাবে একটিও কলকাতা’র পড়ুয়া স্থান করে নিতে পারেনি প্রথম ১০ জনের মেধা তালিকায়।আজ অর্থাৎ বুধবার সকাল ১০ টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত হয় ফলাফল। এবছরেও মেধাতালিকায় এগিয়ে রয়েছে জেলা। সাফল্যের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর।এবছর প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারি দুজনেই পূর্ববর্ধমানের। ২০২০-এর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারি পূর্ব বর্ধমানের অরিত্র পাল। মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র তিনি। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.১৪ শতাংশ। ৭০০ নম্বরের পরীক্ষায় অরিত্র পেয়েছে ৬৯৪।যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের অভিক দাস। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৩। সাফল্যের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। রাজ্যে তৃতীয় স্থানাধিকারিও তিনজন। সৌম্য পাঠক, দেবস্মিতা মহাপাত্র, অরিত্র মাইতি। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৩৪ শতাংশ। যেখানে ২০১৯ এ পাশের হার ছিল ৮৬.০৭ শতাংশ। এবছর পরীক্ষা দিয়েছিলেন মোট ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬। আগামী শুক্রবার অর্থাৎ 17ই জুলাই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল।