দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনাভাইরাস অতিমারীর কারণে কলেবরে ক্ষুদ্র হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস,বুধবার এমনটাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ২০২১ সালে যারা এই দুটি পরীক্ষায় বসছেন তাদের সুবিধার্থে সিলেবাসে কাটছাঁট হবে। ২০২১ সালে যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বসবে তাদের সিলেবাস ৩০-৩৫ শতাংশ কম করা হয়ে গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সুপারিশে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে
শিক্ষামন্ত্রী আজ গণমাধ্যমকে জানান যে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাসে কোন কোনও চ্যাপ্টার বাদ দেওয়া হবে তা মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ থাকবে। উল্লেখ্য, করোনার আবহেই দেশের বিভিন্ন রাজ্যে স্কুল খুলেছে। যদিও অনেক ক্ষেত্রে তাতে সংক্রমণ ছড়িয়েছে শিশুদের ক্ষেত্রে। এই অবস্থায় এরাজ্যে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় কবে খুলবে?
এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল খোলার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। স্কুলভবনগুলিকে আপতত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে সম্যক আলোচনা করে তবেই তা উনি জানাবেন। তবে রাজ্যসরকার যে এই মূহুর্তে স্কুল-কলেজ খোলার বিষয়ে আগ্রহী নয় তা আজ শিক্ষামন্ত্রীর কথাতেই প্রকাশ পেয়েছে।