দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যে প্যাসেঞ্জার ট্রেনও চালু হতে চলেছে। মোট ৫৪টি অর্থাত্ ২৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন চলাবে পূর্ব রেল। যার মধ্যে ৩০টি হাওড়া ডিভিশনে, ২২টি আসানসোল ডিভিশনে এবং ২টি মালদা ডিভিশনে চলবে। চাহিদা অনুযায়ী পরবর্তী সময়ে প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া ডিভিশনের ১৫ জোড়া ট্রেনের ৪ জোড়া চলবে বর্ধমান-রামপুরহাট, কাটোয়া-আজিমগঞ্জ এবং রামপুরহাট-গুমানি শাখায়, ২ জোড়া ট্রেন চলবে আজিমগঞ্জ-রামপুরহাট এবং ১ জোড়া ট্রেন রামপুরহাট-দুমকা-জসিডি শাখায় চলবে। অন্য দিকে আসানসোল ডিভিশনে ৪ জোড়া ট্রেন বর্ধমান-আসানসোলের মধ্যে, ২ জোড়া অন্ডাল-সাঁইথিয়া, আসানসোল-ধানবাদ, আসানসোল-জসিডিতে পরিষেবা প্রদান করবে। এক জোড়া ট্রেন চলবে অন্ডাল-জসিডি শাখায় এবং মালদহ ডিভিশনে চলবে আরও একজোড়া ট্রেন। এই প্যাসেঞ্জার ট্রেন চালু হলে উত্তরবঙ্গের দোরগোড়ায় খুলে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা।
ইতিমধ্যে রাজ্যের তরফে জানানো হয়েছে যে ধাপে ধাপে জেলা গুলিতে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিকের চেষ্টা চলছে। ইতিমধ্যে বেশ কিছু স্পেশ্যাল ট্রেনও চালু করা হয়েছে। তবে আগের মতোই যাতে যাত্রী স্বাচ্ছন্দ বজায় থাকে, সে দিকেও নজর দেওয়া হচ্ছে। রেলের কোভিড-১৯ বিধি মেনে ট্রেনের ভেতরে এবং স্টেশনে যাত্রীদের প্রবেশ করতে অনুরোধ করা হচ্ছে। যদিও দেখা গিয়েছে বিষয়টি খাতায় কলমে বা ঘোষণাতেই সীমাবদ্ধ রয়েছে। বাস্তবে সেরকম প্রতিফলন নেই।