দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল সমগ্র রাজ্যেই তাপমাত্রার পারদ নেমেছে ২ ডিগ্রি। আবহাওয়া অফিস সূত্রে খবর আগামী বুধবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল। বা বলা চলে ওই দিন থেকেই আনুষ্ঠানিক ভাবে বঙ্গে প্রবেশ করবে শীতকাল। আজ কলকাতা শহরের সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৯. ৫ ডিগ্রি।
আগামী কয়েকদিন শহরে এই শীতের অনুভূতি থাকবে। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯.২ ডিগ্রিতে। এছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরে আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নামবে ফলে কমবে সর্বনিম্ন তাপমাত্রাও। কয়েকটি জেলায় পারদ নামবে ১৫ ডিগ্রির নিচে নামার ও সম্ভাবনা রয়েছে।


অন্যদিকে ঙ্গোপসাগরে তৈরি হওয়া আরও একটি নিম্নচাপ এই ঠান্ডাকে আটকে দিচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ তৈরির সম্ভাবনা। বুধবার নাগাদ এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে তামিলনাডু ও পন্ডিচেরি উপকূলে পৌঁছবে। উল্লেখ্য, এর কয়েকদিন আগে পর্যন্ত ঝাড়খন্ড ও ওড়িশাতে ঘূর্ণাবর্তের খবর মিলেছিল। তবে সেই দুই ঘূর্ণাবর্ত আপাতত কোনও প্রভাব দেখাবে না বলে জানিয়েছে মৌসম বিভাগ। এর পাশাপাশি রাজ্যে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই।