দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রাজ্যের শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার বিজেপিতে যোগদান করলেন রাজ্যের এক জনপ্রিয় মন্ত্রীর ভাই। সূত্রের খবর উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির ভাই গোলাম হায়দায় যোগ দিলেন বিজেপিতে।
গোলাম রব্বানীর ভাইয়ের সাথে সাথেই বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের কয়েকশো নেতা কর্মী। শনিবার ইসলামপুরে বিজেপির জনসভায় মন্ত্রীর ভাইয়ের হাতে পতাকা তুলে দেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। বিজেপির এই যোগদান উত্সব সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বরা।
খুব স্বাভাবিক ভাবেই শাসকদলের খোদ মন্ত্রীর ভাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় উত্তর দিনাজপুরে চাঞ্চল্য ছড়িয়েছে সেইসাথে নতুন বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। শুধু তাই নয় গতকাল বিজেপিতে যোগদান করেই তৃণমূলের বিরুদ্ধে সরব হন গোলাম হায়দার। তিনি বলেন, ”জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত কেন্দ্র হল গোয়ালপোখর। এখানে কোনও উন্নয়নমূলক কাজ করেনি সরকার। রাজ্যের সব কাজে দুর্নীতিতে ভরে গিয়েছে, সব যায়গায় শুধু কাটমানি আর কাটমানি। এই সব বিষয়ে প্রতিবাদ জানিয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিতে যোগদান করলাম”। তবে রাজনীতির সঙ্গে পরিবারের কোনও গূঢ় সম্পর্ক নেই বলেও জানিয়েছেন মন্ত্রীর ভাই। যদিও এই বিষয়ে রায়গঞ্জ জেলা তৃণমূল বা মন্ত্রী গোলাম রব্বানী কিছুই বলতে চাননি।