32 C
Kolkata
Monday, March 27, 2023
More

    ৩’রা ডিসেম্বর ‘দিদি’ বনাম ‘দাদা’, মেদিনীপুরে মমতার সভার পাল্টা শুভেন্দু’র পায়ে পায়ে পথচলা

    দ্য ক্যালকাটা মিরর: গতকাল মিটিং মিছিলে রাজ্য রাজনীতি ছিল সরগরম। একদিকে যখন শাসকপক্ষ সুর চড়াচ্ছে অন্য দিকে কিছুটা হতাশ করেই নমনীয় বিক্ষুব্ধ শুভেন্দু পক্ষ। যদিও তাতে তৃণমূলের অন্দরে স্বস্তির নি:শ্বাস। কারণ শাসক দলের কেউই চান না ২০২১ বিধানসভা নির্বাচনের আগে দলে কোনও বড় রকমের ‘ভাঙন’ দেখা দিক। যদিও ইতিমধ্যে মিহির ঘোষ সহ একাধিক নেতা বিজেপি তে যোগ দিয়েছেন। তবুও সুর চড়ছে, পারাও চড়ছে।

    আর সেই উত্তেজনার শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া’র মঞ্চ থেকে ‘হুঁশিয়ারি’ দেওয়া থেকে। আর এর পর পরই শুভেন্দুবাবু পদত্যাগ করেন। আর শুভেন্দু বাবু কোন পথে যাবেন সেই গতি প্রকৃতি নির্ধারণই এখন বঙ্গ রাজনীতির চর্চা। সেই রাজনীতির পারাকে স্বল্প গতি দিলেন গতকাল। শুভেন্দু বাবু মহিষাদলের মাটিতে দাঁড়িয়ে বলেছেন “মানুষের মাঝে মানুষের জন্য মানুষকে নিয়েই কাজ করে যাবেন তিনি। জনতা আর জনার্দনকে নিয়ে তিনি থাকবেন বাংলার পথের ধারে।” আর এবারে সেই নীতিকে আঁকড়ে ধরেই আগামী ৩ ডিসেম্বর হলদিয়ার বুকে পদযাত্রার ডাক দিয়েছেন শুভেন্দুবাবুর তথাকথিত ‘দাদার অনুগামী’রা।

    অন্যদিকে মেদিনীপুরেই ঐদিন সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুভেন্দুবাবুর পদযাত্রা সম্পুর্ণ অরাজনৈতিক কিন্তু যেভাবে পোস্টার পরছে আর সেখানে যেভাবে শুভেন্দু বাবু কে প্রজেক্ট করা হচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমান্তরাল শক্তি হিসেবে উঠে আসছে এই তথা কথিত দাদার অনুগামীরা। আর এখন অনেকেই মনে করছেন তৃণমূল না ছাড়লেও এবার কিছু কিছু ক্ষেত্রে নিজের ক্ষমতাও জাহির করে দেখাবেন মেদিনীপুরের এই ভূমিপুত্র। ছেড়ে কথা তিনিও বলবেন না।

    ইতিমধ্যে আজ নন্দীগ্রামে রস উত্সবের সূচনা করেন শুভেন্দু বাবু। যেখানে তাঁর গাড়ির সাথে সাথে বাইক বাহিনীকে চলতে দেখা যায় যাদের বাইকে, ‘ওম’ চিহ্নিত হলুদ রঙের পতাকা লাগানো ছিল। আর এই নতুন পতাকা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তাহলে কি ২০২১ এর বিধানসভা নির্বাচনে ‘দিদি’ বনাম ‘দাদা’র লড়াই?

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...