দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত সপ্তাহে বাঁকুড়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই তিনি ঘোষণা করেছিলেন যে মঙ্গলবার অর্থাত্ ১’লা ডিসেম্বর থেকে সমগ্র রাজ্য জুড়ে চালু হতে চলেছে রাজ্য সরকারের ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্প। কী রয়েছে এই প্রকল্পে? মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আর আজ তৃণমূল ভবন থেকে প্রেস কনফারেন্স করে ইন্দ্রনীল সেনগুপ্ত জানালেন যে এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। এর পাশাপাশি কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, সরকারি কর্মীরা রাজ্য সরকারের মোট ১২টি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেবেন। এই প্রকল্পগুলি হল-
খাদ্য ও সরবরাহ দফতরের- খাদ্যসাথী (বিশেষ অংশের জন্যে)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের- স্বাস্থ্যসাথী (সর্বজনের জন্যে)
অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের জাতিগত শংসাপত্র ও শিক্ষাশ্রী
আদিবাসী উন্নয়ন দফতরের– জয় জোহার
অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের – তফসিলি বন্ধু
নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের- কন্যাশ্রী, রূপশ্রী (শুধুমাত্র মেয়েদের)
সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের-ঐক্যশ্রী
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের– একশো দিনের কাজ
এছাড়া কৃষি দপ্তরের কৃষক বন্ধু এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের যাবতীয় মিউটেশন
ইতিমধ্যে এই প্রকল্প সফল করতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন জেলাশাসকরা। তাঁরা সেখানে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। স্কুল, কলেজ, কমিউনিটি হল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এক টানা ২ মাস ধরে আয়োজিত হবে ক্যাম্প। সেখান থেকেই মিলবে প্রকল্পের ফর্ম। এছাড়া সরকারের কোনও কাজের বা পরিষেবা বা কোনও কর্মচারীর বিষয়ে কোনও অভিযোগ থাকলে তা জানানো যাবে সংশ্লিষ্ট ক্যাম্পের ড্রপ বক্সে।