দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রাজ্য রাজনীতিতে আবার জোর জল্পনা, তাহলে কী শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূল কংগ্রেসের যাবতীয় সমস্যা মিটে গেল? মঙ্গলবার রাতের দিকে কিন্তু এমনই সবুজ ইঙ্গিত মিলছে। বিশেষ সূত্রের খবর, শুভেন্দুর সাথে আজ সাড়ে তিন ঘণ্টার ম্যারাথন বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর। আর এরপরেই দু’পক্ষের বরফ গলে গিয়েছে বলে জানা গিয়েছে।
তৃণমূল দলীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে মূল বৈঠকে কেন্দ্রমনি হিসেবে উপস্থিত হন শুভেন্দু ও অভিষেক। এছাড়াও সাইড লাইনে ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, দমদমের সাংসদ সৌগত রায় এবং ভোটকুশলী প্রশান্ত কিশোর। সন্ধ্যে ৬ টা থেকে রাত প্রায় সাড়ে সাড়ে ন’টা পর্যন্ত বৈঠক চলে। আর এই গোলটেবিল বৈঠকেই শুভেন্দুর ‘মানভঞ্জন’ হয়েছে বলে জানা গিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র মারফত খবর আজকের বৈঠকে সব বিষয়ে শুভেন্দুর সাথে খোলাখুলি আলোচনা হয়েছে। যে যে বিষয়গুলি নিয়ে শুভেন্দুর ক্ষোভ ছিল, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই নেতা এও জানান যে, শুভেন্দু বাবু তৃণমূলে আছেন, আর থাকবেন ও। সম্ভবত আগামিকাল (বুধবার) অফিসিয়ালি নিজের অবস্থান স্পষ্ট করবেন শুভেন্দু। তবে ওই নেতা দাবির সাথে বলেন, ‘সমস্যা মিটে গিয়েছে’। দলের অভ্যন্তরে এখন স্বস্তির নিশ্বাস।