দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ডিসেম্বর মানেই ছুটির মাস। আর এই ডিসেম্বরে বড়দিনের ছুটির পাশাপাশি বিভিন্ন রাজ্যে রয়েছে আরও বেশ কিছু ছুটি। এই কারণে ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্কের হিসেব অনুযায়ী দেশ জুড়ে ১০দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্কের এই ছুটির তালিকা তৈরি করা হয়েছে বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখেই।
তবে এই ১০’টি ছুটির মধ্যে বেশ কিছু ছুটি সারা দেশের ব্যাঙ্কের জন্যই প্রযোজ্য। আর এই ছুটির তালিকায় রয়েছে চারটি রবিবার, একটি করে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার তো আছেই। এর পাশাপাশি ছুটি রয়েছে, ৩ ‘রা ডিসেম্বর, ১২ই ডিসেম্বর, ১৭ই ডিসেম্বর,১৮ই ডিসেম্বর,১৯শে ডিসেম্বর,২৪শে ডিসেম্বর,২৫শে ডিসেম্বর,২৬শে ডিসেম্বর,৩০শে ডিসেম্বর,৩১শে ডিসেম্বর।
তবে এই ছুটি গুলির মধ্যে রয়েছে স্থানীয় উৎসব মেনে রাজ্যের ছুটি। যেমন পশ্চিমবঙ্গে পাওয়া যাবে না বেশ কিছু ছুটি। আগামী ৬, ১৩, ২০ এবং ২৭ ডিসেম্বর দিনগুলি রবিবার। পাশাপাশি দ্বিতীয় শনিবার পড়েছে ১২ ডিসেম্বর এবং চতুর্থ শনিবার হল ২৬ ডিসেম্বর। অর্থাৎ ২৫, ২৬, ২৭ ডিসেম্বর টানা ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে যারা পার্সোনাল ভাবে ব্যাঙ্কে যেতে চান না তাদের সমস্যা নেই কারণ ছুটির দিনগুলোয় অনলাইনে ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং করা যাবে। এটিএম-ও খোলা থাকবে। আমাদের এই রাজ্যে ৩, ১২, ১৭, ১৮,১৯ তারিখ খোলা থাকবে ব্যাঙ্ক। আর এখন ২৪ ঘণ্টাই RTGS করা যাবে। পয়লা ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছে।