দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:গল্প হলেও সত্যি। লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন সুন্দরবনের এক মৎস্যজীবী।দিন আনা দিন খাওয়া অভাবের সংসারে শেষমেষ ভাগ্যের চাকা ঘোরালো ৬ টাকার লটারির টিকিট। মাত্র ৬ টাকার টিকিট কেটে তিনি জিতে নিলেন এক কোটি টাকার প্রথম পুরস্কার।
সুন্দরবনের বাসন্তী থানার চড়াবিদ্যা এলাকার ৭ নম্বর কুমড়াখালি গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির নাম সুভাষ দলুই। জানা গেছে গত মঙ্গলবার স্থানীয় সরবেড়িয়া বাজার থেকে ৬ টাকা দিয়ে সাপ্তাহিক লটারির টিকিট কাটেন তিনি। এরপর অন্যান্য দিনের মতোই বুধবার বিকেলেও সারাদিনের সংগ্রহ করে আনা কাঁকড়া বিক্রি করতে যান বাজারে। সেসময় পুরনো টিকিটের নম্বর মিলিয়ে জানতে পারেন ওই টিকিটের নম্বরে এক কোটি টাকার প্রথম পুরস্কার জিতেছেন তিনি। প্রথমে তিনি বিশ্বাস করতে না পারলেও পরে এলাকার এক যুবক তাঁর সামনে ওয়েবসাইটে টিকিটের নম্বর মিলিয়ে দেখান।
আরো পড়ুন:সাবধান! এই ডিসেম্বরে মোট ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, কাজ থাকলে মিটিয়ে ফেলুন
ততক্ষণে এলাকায় তাঁর কোটিপতি হওয়ার খবর চাউর হয়ে যায়। তাই তিনি বাড়ি ফিরে দেখেন তাঁর বাড়িতে গিয়ে ভীড় করেছেন স্থানীয় লোকজন। মাথা গোঁজার মতো ভাঙাচোরা ঘরে চার মেয়েকে নিয়ে এতদিন কোনোরকমে দিন গুজরান করতেন মৎস্যজীবী। নদী ও জঙ্গলে নেমে প্রতিদিন কাঁকড়া সংগ্রহ করতেন তিনি। নদীতে কাঁকড়া ধরেই পেটের ভাত জোগাড় করতে হতো। তাই বিকল্প রাস্তায় অর্থ উপার্জনের জন্য প্রায়শই লটারির টিকিট কাটতেন তিনি। আর এদিন সেই লটারি কেটেই রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মৎস্যজীবী।


টাকা জেতার পর বৃহস্পতিবারেই তিনি লটারি কোম্পানির সাথে যোগাযোগ করেন। টাকা জেতার পর কোটিপতি সুভাষ বাবু বলেন “লটারি কোম্পানি থেকে পুরো টাকাই পেয়েছি। এই টাকা দিয়ে ভাঙা চোরা ঘরটাকে ঠিক করবো। আর চার মেয়েকে পড়াশোনা করাব। “