দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভয় পেয়ে কোনো বিজেপি নেতা নাকি তার নাম নিচ্ছেন না, চ্যালেঞ্জ করে বলেছিলেন, যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্যের সঙ্গেই তিনি দিলীপ ঘোষ কে গুণ্ডা, কৈলাশ বিজয়বর্গীয়কে বহিরাগত বলে আক্রমণ করেছেন। চ্যালেঞ্জ করে বলেছিলেন, সাহস থাকলে তাঁর বিরুদ্ধে মামলা করা হোক। যদিও পরবর্তী সময়ে দিলীপ ঘোষ, তাঁকে গুণ্ডা বলার কারণে আদালতের নোটিশ পাঠিয়েছেন, বলেছেন নি:শর্ত ক্ষমা চাইতে নইলে মামলা হবে।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই প্রথম জবাব দিয়েছিলেন, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তিনি বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ‘চোর’। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ‘ডাকাত’। তাঁর (অভিষেক) সঙ্গে কয়লা মাফিয়াদের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেছিলেন সৌমিত্র। পাশাপাশি বেকার যুবকদের প্রতারিত করে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন তিনি। চ্যালেঞ্জ করে সৌমিত্র অভিষেকের উদ্দেশে বলেছিলেন, তাঁর বিরুদ্ধে মামলা করা হলে তিনি দেখে নেবেন।
আরো পড়ুনঃ মমতার পথে যাওয়া হলনা শুভেন্দুর, বিজেপি বলছে, “তৃণমূলের ভয়টাই আমাদের জয়” – দেবারুণ রায়
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জকে কোনও রকমের পাত্তা দিতে চাননা বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, ওঁর যে নামটা করা হয়েছে, সেইই ওঁর আসল নাম, ‘ভাইপো’। তিনি আরও বলেছেন, রাজনীতিতে তাঁর (অভিষেক) কোনো অবদান নেই। তিনি কটাক্ষ করে বলেছেন, বড়লোকের ছেলেদের যেমন ডাকা হয়, অমুকের ছেলে, তমুকের ছেলে, ঠিক তিনিও তেমন ‘পিসির ভাইপো’। ওটাই তার আসল পরিচয়।
বাবুল সুপ্রিয় আরও বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাম্ভিকতা কোথা থেকে আসে তা তিনি জানেন না। বোকা বোকা উচ্ছ্বাস থেকে দাম্ভিকতা আসে বলে মন্তব্য করেছেন তিনি। বাবুল সুপ্রিয়র অভিযোগ অভিষেক সংসদে যান না। আর গেলেও উল্লেখযোগ্য কিছু বলেছেন, তা কেউই বলতে পারবেন না।
এর আগে গত সেপ্টেম্বর বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিষেক। মহালয়ার সকালে ফেসবুক লাইভে অভিষেক বলেছিলেন, মুখ্যমন্ত্রী অমানবিক, অক্লান্ত পরিশ্রমে বাংলার একাধিক প্রকল্প বিশ্ব দরবারে সম্মানিত হচ্ছে। ওই অমানবিক শব্দটি নিয়েই খোঁচা দিয়েছিলেন বাবুল। যা জেরে তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। এবার আরও একবার বাবুল-অভিষেক মুখোমুখি বাকযুদ্ধ আইনি লড়াই অবধি পৌঁছয় কিনা সেটাই দেখার।