25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    শুভেন্দু কে ‘তাড়িয়ে’ দিতে এবার মঞ্চে তৃণমূল সুপ্রীমো, জারি করলেন হুলিয়া

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ দুপুরে হাই ভোল্টেজ বৈঠকে ‘হুলিয়া’ জারি করলেন তৃণমূল সুপ্রীমো। আজ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে “দলে থেকে দল বহির্ভূত কাজ করা যাবে না”। এই প্রসঙ্গে তিনি বলেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি, রামনগর-সহ আশেপাশের এলাকায় দলে থেকে যাঁরা দলের বিরোধিতা করছেন, তাঁদের সরিয়ে দিন। এই বিষয়ে মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারীকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি বলেছেন “যাঁদের সাহস আছে, সঙ্গে থাকুন। না হলে লুঠেরাদের কাছে চলে যান। আমি ঘৃণা করবো না। “

    শুধু তাই নয় আজ এই বৈঠকে মন্ত্রী, বিধায়ক দের পাশাপাশি ছিলেন জেলা নেতৃত্বরাও। মূলত: পূর্ব মেদিনীপুর কে কেন্দ্র করেই আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এদিন মমতা ব্যাংরাজি এও বলেন যে, তৃণমূলের চারটি জেনারেশন তৈরি রয়েছে তাই তিনি লড়াই করতে ভয় পান না। তবে আজ শিশির বাবু কে তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন তাতে স্পষ্ট হয়েই গিয়েছে যে তৃণমূল কোনভাবেই আর শুভেন্দুকে তাদের দলে চাইছে না।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যেতে কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছিলেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটকৌশলী প্রশান্ত কিশোর। আর ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দুকে ফোন কথা বলিয়ে দেন সৌগত রায়। কিন্তু এর পরের দিনই বেঁকে বসেন শুভেন্দু।

    শুভেন্দু বাবু বুধবার ধুপুরে সৌগতকে বার্তা পাঠান,”সংবাদমাধ্যমে এভাবে মিটিং এর কথা প্রকাশ করা উচিত হয়নি। এভাবে একসঙ্গে কাজ করা সম্ভব নয়।” ওই ঘটনাক্রমের পর শুক্রবার জেলার দলীয় নেতানেত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি কী বার্তা দেন তৃণমূল নেত্রী, সে দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। গোপন সূত্রের খবর, বৈঠকে যদিও শুভেন্দুর নাম সরাসরি নেননি মমতা। তবে স্পষ্ট করে দিয়েছেন, শুভেন্দু অনুগামীদের দলবিরোধী কাজ বরদাস্ত করবেন না।

    যে কারণে পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি শিশির অধিকারীকে তাঁর নির্দেশ,কাঁথি, রামনগর ও আশাপাশের এলাকায় যাঁরা দলে থেকে দলের বিরোধিতা করছেন, তাঁদের সরিয়ে দিন। যাঁরা সাহস করে আছে, সঙ্গে থাকুন। বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাবে। সাহস করে থাকতে চাইলে থাকুন নইলে লুঠেরাদের দলে যান।’

    সূত্রের খবর, দলনেত্রী আরও বলেছেন,”আমার একজন চলে যাবে, এক লক্ষ সম্পদ তৈরি হবে। যাঁরা এজেন্সির ভয়ে অন্যত্র যাচ্ছেন আমি তাঁদের পছন্দ করি না।” সেই সাথে আজ আগামী কর্মসূচির কথাও বৈঠকে জানিয়ে দেন তৃণমূল নেত্রী। বলেন,”৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গধ্বনি কর্মসূচি। ৮,৯ ও ১০ ডিসেম্বর কলকাতায় গান্ধীমূর্তির সামনে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল।’

    উল্লেখ্য, দিল্লিতে চলা কৃষিবিক্ষোভে’র নেতৃত্ব দেওয়া কৃষকদের সাথেও আজ মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেন। তিনি ডেরেক ও ব্রায়েন আজ দিল্লি-হরিয়ানা সীমান্তে পাঠিয়েছিলেন। তিনি জানিয়েছেন কৃষকদের স্বার্থ রক্ষার জন্যে তৃণমূল সর্বদা পাশে রয়েছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...