দ্য ক্যালকাটা মিরর:আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর নির্দেশে দিল্লি গেলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। সেখানে গিয়ে দিল্লি–হরিয়ানার–সিঙ্ঘু সীমানায় আন্দোলনরত কৃষকদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি । সেইসঙ্গে কৃষকদের সঙ্গে ফোনে মুখ্যমন্ত্রীর কথা বলিয়ে দেন। সেসময় তাদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য মমতাকে ‘বোন’ বলে সম্বোধন করে পাশে থাকার জন্য শুভেচ্ছা জানান কৃষকরা।
দলের প্রতিনিধি হিসেবে দিল্লি গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করার পাশাপাশি প্রায় চার ঘণ্টা তিনি সেখানকার বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গে কথা বলেন। এছাড়া এদিন ফোনে কৃষকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা বলিয়ে দেন ডেরেক। জানা গেছে সিঙ্গুরের কৃষক আন্দোলনের কথা উল্লেখ করে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরো পড়ুন:শুভেন্দু কে ‘তাড়িয়ে’ দিতে এবার মঞ্চে তৃণমূল সুপ্রীমো, জারি করলেন হুলিয়া
অপরদিকে আজ দিল্লির কৃষি আন্দোলনের সমর্থনে টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন “১৪ বছর আগে ২০০৬ সালের ৪ ডিসেম্বর, আমি ২৬ দিনের অনশন কর্মসূচি শুরু করি। কৃষিজমি জোর করে দখল করা যাবে না, এই দাবিই তুলেছিলাম। আমি শ্রদ্ধা জানাই সেই সমস্ত কৃষকদের যাঁরা কেন্দ্রের আনা কৃষি আইনের বিরোধিতা করছেন।”