দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) অধীনে চলতি বছরের পয়লা ডিসেম্বর থেকেই শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘দুয়ারে দুয়ারে সরকার’। ইতিমধ্যেই ব্যাপকভাবে সাড়া ফেলেছে এই প্রকল্প। কী এই প্রকল্প? মূলত সাধারণ মানুষের সাহায্যের জন্যই ‘দুয়ারে দুয়ারে সরকার’। অর্থাৎ এই প্রকল্প বা কর্মসূচির অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা, এর সঙ্গেই যদি কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন প্রশাসনিক কর্মীরা।
মুখ্যমন্ত্রীর আদেশে কেমন চলছে ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পের কাজ! তা খতিয়ে দেখতেই শনিবার সরেজমিনে বসিরহাটে এই প্রকল্পের কাজ কেমন চলছে তা দেখতে পৌঁছেছিলেন সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) । সাধারণ মানুষের সাথে কথা বলা ছাড়াও, এই প্রকল্পের বিষয়, এই প্রকল্পের সুবিধার কথা তুলে ধরেন তিনি। এছাড়াও দীর্ঘ সময় ধরে এলাকার মহিলাদের সমস্ত সমস্যার কথা বলে তা মোকাবিলায় তৎপর হন তিনি।
আরো পড়ুন: শুভেন্দু কে ‘তাড়িয়ে’ দিতে এবার মঞ্চে তৃণমূল সুপ্রীমো, জারি করলেন হুলিয়া
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরত জাহান বলেন, “আমি এখানে রাজনীতির কথা বলতে আসিনি। রাজনীতির কোনও বিষয় এখানে নেই। আমি দেখেছি মানুষ ভালো আছে কিনা দেখতে। এটাই দিদি চেয়েছে।সবাই ভালো থাকুক, সবার পরিবার, বউ-বাচ্চা খেয়ে পরে বাঁচুক। এটাই হচ্ছে, আমদের এটাই স্বপ্ন।”
সূত্রে খবর সাংসদ নুসরত জাহান আরও বলেন, “মানুষের মুখে হাসি দেখছি, তাঁরা জানে মানুষ সুরক্ষিত। মানুষ সুবজ সাথী পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে। খুব সুন্দরভাবে এখানে ক্যাম্প আয়োজন করা হয়েছে আমাদের এখানকার নেতৃত্বের তরফে বাংলায় কিন্তু সত্যি ভালো থাকাটা সহজ।” যদিও এই বিষয় নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ে নি। বিরোধীদের মতে সারা বছর টিকিটিও দেখতে পাওয়া যায় না, সাংসদ মানুষের কথা কম নিজের অভিনয় নিয়েই বেশি ব্যস্ত। এখানেও তিনি অভিনয় করতে এসেছেন। মানুষ সব দেখছে এর জবাব মানুষ ভোটেই দেবে। যদিও এই বিষয়ে মোটেই পাত্তা দিতে চাইছেন না নুসরত।