দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ক্রমশ বাড়ছে করোনাক্রান্তের সংখ্যা, যদিও স্বস্তি যুগিয়েছে সুস্থতার সংখ্যাও। অন্যদিকে মার্চ থেকে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্বাভাবিক ভাবেই পিছিয়ে যাচ্ছে শিক্ষাবর্ষ। বহু রাজ্যে স্কুল খুললেও সক্রিয় রোগীর সংখ্যা বাড়তেই ফের বন্ধ হয়েছে বহু স্কুল।
এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিপক্ষেই রাজ্য সরকার সহ অভিভাবকেরা। কলেজ সহ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি গাইডলাইন মেনে সমস্ত সেমিস্টার ও পার্ট থ্রি সহ অন্যান্য বর্ষের “ওপেন বুক” পরীক্ষা শেষ ইতিমধ্যেই হয়েছে।
২০২১এর উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস কমেছে। পিছিয়েছে পরীক্ষার সময়সূচি, কাজেই বেড়েছে পড়ার মেয়াদও। অন্যদিকে, ডিসেম্বরেই মূলত চূড়ান্ত পরীক্ষার সময়, এদিকে শীতে বাড়বে করোনার প্রকোপ। ফলত, রাজ্য সরকারের নির্দেশিকার দিকেই তাকিয়ে প্রাক প্রাথমিক সহ অন্যান্য শ্রেণীর পড়ুয়ারা।


তবে করোনা আবহের এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদের বড়ো ঘোষনা বিনা পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পাস করিয়ে দেওয়া হবে। তবে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুললে পড়ুয়াদের স্বার্থে পাঠ্যক্রম পড়িয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হয় ভবিষ্যত প্রজন্মরা।