দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দিল্লী সীমান্তে কৃষক আন্দোলনের জেরে আজ সারা ভারত বনধ ডেকেছে চাষী ভাইয়েরা। সমর্থন করেছে দেশের নানা ট্রেড ইউনিয়ন সংগঠনগুলি। তারই মধ্যে রাজ্য জুড়ে ভারত বনধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। গতকাল উত্তরকন্যা অভিযানে বিজেপি-পুলিশ সংঘাতের জেরে বারো ঘন্টার উত্তরবঙ্গ বনধ ডেকেছে বিজেপি। সেই বনধে রাস্তায় ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্যকে।


হাওড়া ব্রিজেও আজ সকাল থেকে ভিড় প্রায় ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে গাড়িঘোড়া কমতে থাকে। এমনিতেই আজ বাস সংগঠনগুলি বনধের সমর্থন করায় রাস্তায় সরকারি বেসরকারি বাসের সংখ্যা হাতে গোনার মতো। অন্যদিকে ৩৪ নং জাতীয় সড়কে বনধে সাড়া দিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি লরি।
আরো পড়ুনঃ আন্দোলনরত কৃষকদের ১ কোটি টাকা দিলেন ‘স্বর্ণ হৃদয় ‘দিলজিৎ দোসাঞ্জ!
কলেজ স্ট্রিটে আজ বনধের সমর্থনে রাস্তায় নেমেছে বাম ছাত্র সংগঠন এসএফআই। কলেজ স্ট্রিট বলা যায় একেনারে জনশূন্য, খোলেনি কোনো দোকান। রাজাবাজারে রাস্তায় টায়ার জ্বালিয়ে বনধে সাড়া জাগানো হয়েছে।
উত্তরবঙ্গে বিজেপির ডাকা বনধে রাস্তায় নামে বিজেপি সমর্থকেরা। তারা মালদহের পোস্ট অফিসে তালা লাগিয়ে দেয়। কৃষক আন্দোলনকে সমর্থন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান জানিয়ে দেন। তৃণমূলের কৃষক মোর্চা মঞ্চ করে বনধের সমর্থন করছে। জীবনতলায় ট্রাক্টরে চেপে তৃণমূল কর্মীদের আসতে দেখা যায়।


বনধের সমর্থনের রেল অবরোধ চলছে মহারাষ্ট্রে, পাটনায় বন্ধ দোকানপাট। সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি বনধ ডেকেছে কৃষকেরা। তারা কাউকে জোর না করলেও, কেন্দ্রের বিরুদ্ধে চাপ বাড়িয়ে দেশজুড়ে ভালোভাবেই চলছে বনধ।

