দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মেদিনীপুর থেকে মেখলিগঞ্জ, দাদার অনুগামীদের পোস্টারে পোস্টারে ছয়লাপ ‘ভালোবাসা’। এমনই পরিস্থিতিতে নাকি এইমুহুর্তে ‘দাদা’ নিরাপত্তাহীনতায় ভুগছেন! এমনটাই অনুমান দাদা শুভেন্দু’র অনুগামীদের। উল্লেখ্য, মন্ত্রিত্ব ছাড়ার পাশাপাশি রাজ্য সরকারের ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তাও প্রত্যাহার করেছেন নন্দীগ্রামের বিধায়ক। তবে তাঁর এই জনপ্রিয়তা প্রকাশ্যে আসতেই নাকি তাঁকেই খুনের চক্রান্ত করা হচ্ছে! এমনটাই দাবি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদক কণিষ্ক পাণ্ডা’র।
মঙ্গলবার কাঁথিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কণিষ্ক’র দাবি, “আমাদের কাছে খবর আছে, শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত চলছে। জরুরি ভিত্তিতে তাঁর নিরাপত্তার প্রয়োজন। শুভেন্দু অনুগামীদের একাংশ তাঁর নিরাপত্তার দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে যাবেন।”
এদিন কণিষ্ক আরও বলেন,দাদার অনুগামীরা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা প্রসঙ্গে মঙ্গলবার এক কোর কমিটির বৈঠকে বসছেন। সেই বৈঠকে স্থির হবে কবে রাজ্যপালের সঙ্গে আলোচনার জন্য সময় চাওয়া। শুভেন্দুকে যাতে সরকারি নিরাপত্তা দেওয়া হয় তার আবেদন জানানো হবে রাজ্যপালের কাছে। সেই সাথে বর্তমান পরিস্থিতির ব্যাপারেও রাজ্যপালকে জানানো হবে।
আরও পড়ুন: মমতার পথে যাওয়া হলনা শুভেন্দুর, বিজেপি বলছে, “তৃণমূলের ভয়টাই আমাদের জয়” – দেবারুণ রায়
সূত্রের খবর গত শনিবার রাতে শুভেন্দু অধিকারী তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে নন্দীগ্রামে বৈঠক করেন। যদিও তিনি তৃণমূলে থাকছেন কিনা সে বিষয়টি এখনও অস্পষ্ট। তবে জানা গিয়েছে, এই চলতি মাসের মাঝামাঝিতে শুভেন্দু অধিকারী পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন। তবে শুভেন্দু বিজেপিতে যাচ্ছেন কিনা সেটাও এখনো স্পষ্ট নয়। তবে অনুগামীদের মতে সিদ্ধান্ত নেওয়ার আগে কে বা কারা চাইছে না দাদা বেঁচে থাকুক। আর এটাই এখন তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।