25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    মহুয়া’র বিতর্কিত মন্তব্যের জেরে অবশেষে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দু’‌পয়সার প্রেস বলে সংবাদমাধ্যমকে অপমান করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কাজেই তাঁর উপরে উপরে ফুঁসছে গোটা সংবাদমাধ্যম সহ বিভিন্ন মহল। বহু স্যাটেলাইট চ্যানেলেই তাঁকে বয়কট করা হয়েছে ইতিমধ্যেই। তবুও ক্ষমা না চেয়ে নিজের “দু পয়সা প্রেসের” বক্তব্যের জন্য ট্যুইট করে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এরপর একে একে এ নিয়ে মুখ খুলেছেন রাজনৈতিক দলগুলি।

    এদিন মঙ্গলবারের এক জনসভা থেকে সংবাদমাধ্যমের প্রতি শ্রদ্ধা উজাড় করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানিগঞ্জের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রেস, মিডিয়ার একটা ইজ্জত আছে। যেটা সত্য সেটা বলবেন। প্রেস, মিডিয়া আমাকে অনেক সাহায্য করে থাকে। কার কোথায় কী প্রয়োজন তা সব সময় তুলে ধরে সংবাদমাধ্যম। তা জানতে পেরে সে সব আমরা ডিএম, এসপিদের বলি।” এছাড়াও নাম না নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাংসদের বিতর্কিত বক্তব্যকে তিনি কোনওভাবেই সমর্থন করেন না।

    আরো পড়ুন: ‘দু পয়সা’র কলমের খোঁচা কিন্তু বেয়নেটের থেকেও ধারালো! সংসদ আর সাংবাদিক গুলিয়ে ফেলেছেন ‘ম্যাডাম’

    আজ বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান এ ব্যাপারে বলেন, “ওঁনার ওই মন্তব্য দুর্ভাগ্যজনক। সংবাদমাধ্যম হল গণতন্ত্রের একটি শক্ত স্তম্ভ। ঝড়, বৃষ্টি, কোভিড- সব রুখে আমাদের বাংলার প্রেস বন্ধুরা মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়ার কাজ করেন এবং বিনোদনেরও কাজ করেন। কাউকে কোনওভাবে ছোট করা একদমই উচিত নয়।”

    প্রসঙ্গত, রবিবার সাংসদ মহুয়া মৈত্র একটি কর্মী সভাতে সাংবাদিক দেখে রেগে গিয়ে বলেন, “কে এই দু’‌পয়সার প্রেসকে ভেতরে ডাকে?‌ সরাও প্রেসকে এখান থেকে। কেন দলের মিটিংয়ে প্রেস ডাকো তোমরা?‌ কর্মী বৈঠক হচ্ছে আর সবাই টিভিতে মুখ দেখাতে ব্যস্ত। আমি দলের সভানেত্রী আমি আপনাদের নির্দেশ দিচ্ছি প্রেসকে সরান।”

    মহুয়ার এই বক্তব্য নিয়ে রীতিমত হৈচৈ পড়ে যায়। প্রেস ক্লাবের পক্ষ থেকে ধিক্কার জানানো হয়। দীর্ঘ ৭৫ বছর ধরে প্রেস ক্লাব নিরলস পরিশ্রমী সাংবাদিকদের নিয়ে কাজ করে আসছে। সুতরাং একজন সাংবিধানিক পদে থাক ব্যাক্তি কিভাবে এই ভাবে প্রেসকে অসম্মান করেন!

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...