দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:রাজ্যবাসীকে আগামী বছরের জুন মাস পর্যন্ত ফ্রিতে চালের যোগান দিতে এক নতুন প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। জানা গেছে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে খারিফ শস্য সংগ্রহ করা হবে। সূত্রের খবর এই প্রকল্পে রাজ্যের ৩০ লক্ষ কৃষকের নাম নথিভুক্ত করার কথা ভাবছে রাজ্য সরকার।
রাজ্য কৃষি বিভাগ সূত্রে খবর অনান্য বছরের তুলনায় এবছর ধানের ফলন ভালো হওয়া সত্ত্বেও চাহিদা কম।তাই দামও কমে গেছে ধানের। এই পরিস্থিতিতে কৃষকদের সুবিধার্থে কৃষক প্রতি প্রায় ৪৫ কুইন্টাল ধান সংগ্রহের পরিকল্পনা করছে সরকার। তবে সহায়ক মূল্য হিসাবে কত টাকা দেওয়া হবে তা এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি। পাশাপাশি কৃষকরা যাতে মজুতদার বা আড়তদারদের কাছে ধান বিক্রি না করে সে ব্যাপারে নজর রাখতে একটি বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে।
আরো পড়ুন:মহুয়া’র বিতর্কিত মন্তব্যের জেরে অবশেষে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
এ প্রসঙ্গে আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “এই প্রকল্পের মাধ্যমে গণবণ্টন ব্যবস্থায় যাতে চালের সরবরাহে ঘাটতি না থাকে সেজন্য কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ৩০ লক্ষেরও বেশি কৃষককে তালিকাভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে ধান উৎপাদনকারী প্রায় ৭২ লক্ষ কৃষকের মধ্যে ইতিমধ্যে ১৩ লক্ষ কৃষক এই প্রকল্পে যোগ দিয়েছেন। আমরা আরও বেশি কৃষকের কাছে পৌঁছনোর চেষ্টা করছি। খুব শীঘ্রই প্রকল্পটি চালু করা হবে এবং আমরা চলতি মাসের শেষ থেকেই ধান সংগ্রহ করার কাজ শুরু করবো।”