29 C
Kolkata
Monday, March 27, 2023
More

    রবীন্দ্রনাথের জন্মস্থান নাকি বিশ্বভারতী! টুইট বিতর্কে এবার বিজেপি সভাপতি জে পি নাড্ডা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ‘বিশ্বভারতী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান: শ্রী জে পি নাড্ডা’। ঠিক এই মর্মে টুইট করা হয়েছিল বিজেপিবেঙ্গলের টুইটার হ্যান্ডেল থেকে। আর তাতেই উঠেছে শোরগোল।বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠ‍াকুরের জন্মস্থান!খোদ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে উদ্ধৃত করে বঙ্গ বিজেপির এমন টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আর একে হাতিয়ার করে মাঠে নামতে একটুও দেরি করেনি তৃণমূল শিবির। ফের ‘বহিরাগত’ বলে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে।

    একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বুধবার ফের বাংলায় পা রেখেছেন জে পি নাড্ডা। এদিন একাধিক কর্মসূচি করেন তিনি। জে পি নাড্ডাকে উদ্ধৃত করে বঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইটে লেখা হয়, ‘বিশ্বভারতী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান: শ্রী জে পি নাড্ডা’। (বানান অপরিবর্তিত) আর এতেই বিতর্কের সূত্রপাত। বাক্যের শব্দচয়ন ও বিশ্বকবির জন্মস্থান নিয়ে বিজেপির এরকম টুইট ঘিরে শোরগোল পড়ে সমাজিক মাধ্যমে।

    আরও পড়ুন:জুন মাস পর্যন্ত ফ্রি’তে চালের যোগান দিতে এক নতুন প্রকল্প আনলো রাজ্য সরকার

    এই টুইট প্রকাশ্যে আসতেই বিজেপিকে বিঁধতে আসরে নামে তৃণমূল। মমতার দলের তরফে টুইটে লেখা হয়, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জোড়াসাঁকোতে জন্ম গ্রহণ করেছিলেন এবং তার ৬০ বছর পরে ১৯২১ সালে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। বহিরাগতদের বাংলায় আসার আগে বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য জেনে আসা উচিত’। (বানান অপরিবর্তিত)

    প্রসঙ্গত, একুশের বাংলায় আরেক পরিবর্তন আনতে মরিয়া গেরুয়া শিবির। এদিকে, ক্ষমতা ধরে রাখতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল ব্রিগেডও। বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে, বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আসা-যাওয়া ততই বাড়ছে। ক’দিন আগেই বাংলা সফরে এসেছিলেন অমিত শাহ। পুজোয় মহাষষ্ঠীতে বঙ্গবাসীর উদ্দেশে বিশেষ ভাষণও দিয়েছেন মোদী। তারপর আবার, রাজ্যে সাংগঠনিক স্তরে ৫ বিজেপি কেন্দ্রীয় নেতার কাঁধে দায়িত্ব বর্তেছে। এই প্রেক্ষাপটে বিজেপি কেন্দ্রীয় নেতাদের নাম না করে লাগাতার ‘বহিরাগত’ তকমা দিয়ে আক্রমণ শানাচ্ছে তৃণমূল শিবির। এই আবহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে যে ‘বিভ্রাট’ হল বিজেপির তরফে এবং তা নিয়ে যে কটাক্ষ ছুড়ে দিল শাসক শিবির, তাতে রাজনৈতিক চাপানউতোর নয়া মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু বিজেপির এহেন ভুল যে তাদের রাজনৈতিক চক্রান্তও হতে পারে বলে মনে করেন অনেকে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...