দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: জনসমক্ষে সমস্ত সংবাদ কর্মীদের “দুই পয়সার প্রেস” বলে বির্তকে ও তীব্র নিন্দার মুখে সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বক্তব্যের প্রেক্ষিতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আইনি নোটিশ ধরালেন প্রবীণ সাংবাদিক তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী।
মহুয়া মৈত্রকে পাঠানো আইনি নোটিশে স্মরজিৎবাবু জানান, “গত ৭ ডিসেম্বর নদিয়ার গয়েশপুরের জনসমক্ষে দাঁড়িয়ে সাংবাদিক কুলকে ‘দুই পয়সার সাংবাদিক’ বলে অপমান করেছেন তিনি। তাই তার মন্তব্য যথেষ্ট মানহানিকর এবং অপমানজনক মনে করে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছে। যদি তিনি এই মানহানিকর ও অসম্মানজনক বক্তব্যের জন্য ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।”
আরো পড়ুন:মহুয়া’র বিতর্কিত মন্তব্যের জেরে অবশেষে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, রবিবার সাংসদ মহুয়া মৈত্র বলেন, “কে এই দু’পয়সার প্রেসকে ভেতরে ডাকে? সরাও প্রেসকে এখান থেকে। কেন দলের মিটিংয়ে প্রেস ডাকো তোমরা? কর্মী বৈঠক হচ্ছে আর সবাই টিভিতে মুখ দেখাতে ব্যস্ত। আমি দলের সভানেত্রী আমি আপনাদের নির্দেশ দিচ্ছি প্রেসকে সরান।”
ইতিমধ্যে বহু স্যাটেলাইট চ্যানেলেই তাঁকে বয়কট করা হয়েছে। তবুও ক্ষমা না চেয়ে নিজের “দু পয়সা প্রেসের” বক্তব্যের জন্য ট্যুইট করে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে।
উল্লেখ্য, এই ঘটনায় প্রেস ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, “কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তাতে প্রেস ক্লাব, কলকাতা গভীর উদ্বেগপ্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ করছে। তাঁর এই মন্তব্য নিঃসন্দেহে অনভিপ্রেত, অপমানজনক। ধিক্কার জানাই সাংসদের মন্তব্যে।”