দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অমিত শাহ, নাড্ডা এবার নরোত্তম মিশ্র। বাংলায় একের পর এক বিজেপির হেভিওয়েট নেতারা পারি জমাচ্ছে একুশের বিধানসভা ভোটকে টার্গেট করে। এবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্টমন্ত্রী নরোত্তম মিশ্র।
এসেই তিনি রামপুরহাটে সভা করেন। তারপর তারাপীঠে গিয়ে পুজো দেন। পুজো দিয়ে তিনি সাংবাদিকদের বলেন যে এই পুজো একুশে বিজেপির জয়ের জন্য দেওয়া হল আর কামনা করা হল যে তিনমাসের মধ্যে মমতার সরকার যেন ভেঙে পরে।
তারপর নরোত্তম সিএএ আর কৃষিবিল নিয়ে মুখ খোলেন। স্পষ্ট জানিয়ে দেন যে, দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস আর কমিউনিস্টরা। তারা নাকি বলেছিল তিনপুরুষের নথি না দেখালে দেশ থেকে তাড়ানো হবে। এখনো একটাও মানুষকে মোদী সরকার তো পাকিস্তান পাঠায়নি।
তিনি এও জানান যে, কৃষিবিল পাশ হয়েছে কৃষক স্বার্থের কথা ভেবে। এর জন্য কৃষক মান্ডি, এমএসপি কিছুই উঠে যাবে না। মানুষকে বিভ্রান্ত করদ সঠিক তথ্য লুকিয়ে যাচ্ছে বিরোধীরা। নরোত্তম যাই বলুক দিল্লী সীমান্তে আন্দোলন থামছে না। তার জের এসে পড়েছে এই রাজ্যে, একের পর এক কর্মসূচি নিচ্ছে বাম সংগঠনগুলি। কিন্তু বিজেপি নেতাদের এরকম বঙ্গ-অভিযানকে মমতা ব্যানার্জীর দল পাত্তা না দিলেও, রাজ্য রাজনীতিতে চাপ বাড়ছে বলে আশংকা করেছে অনেকেই।