দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ২০১১ ও ২০১৫ সালের আপার প্রাইমারির নিয়োগ সম্পুর্ণ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ তাদের রায়ে জানিয়েছে যে আবার নতুন করে নিয়োগের নির্দেশ দিতে হবে। এর আগে রাজ্য সরকারের বিরুদ্ধে এই নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে অনেকগুলি মামলা জমা পরেছিল। আজ তার ভিত্তিতে সাত বছর পর রায় জানাল হাইকোর্ট। আর খুব স্বাভাবিক ভাবে রাজ্য সরকারের বড় ধাক্কা আসন্ন নির্বাচনের আগে। স্বচ্ছতা’র অভাব ও বেআইনি তকমা দিয়ে খারিজ করল হাইকোর্ট।
আজ মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে নতুন নির্দেশ জারি করতে বলেছে। নিয়োগ প্রক্রিয়া বাতিল হলেও নতুন করে নিয়োগের নির্দেশ জারি হচ্ছে জানুয়ারির ৪ তারিখ থেকে। ১০ মে’র মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ করতে বলা হয়েছে। আর সমস্ত প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে ৩১ জুলাই’এর মধ্যে। যারা নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গেছিল তাদেরও সুযোগ দেওয়ার কথা বলেছে হাইকোর্ট। আইনজীবী ফিরদৌস শামিম জানান যে, ভার্চুয়াল পদ্ধতিতেও ইন্টারভিউ নেবার কথা জানিয়েছে কোর্ট। আর এই রায়ে প্রমাণ হল যে এরপরে যা নিয়োগ হবে তাতে কোনো দুর্নীতি থাকবে না।
আরো পড়ুনঃ কৃষক বিক্ষোভ আপডেট: পাঞ্জাব থেকে নতুন কৃষকের দল দিল্লি যাত্রা শুরু করেছে, পুলিশ সতর্ক
২০১৫ সালের ১৬ আগস্ট হয়েছিল রাজ্যব্যাপী টেট পরীক্ষা। ২ লক্ষ ২৮ হাজার পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল কিন্তু তারপর শিক্ষক নিয়োগের কোনো প্রক্রিয়া চালু করতে পারেনি মমতা সরকার। দু বছর অপেক্ষার পর ২০১৮ সালে রাস্তায় নামে শিক্ষক পদপ্রার্থীরা। পুলিশের লাঠিচার্জ থেকে ধর্না, অনশন নানা বিতর্কের পর ২০১৯ সালে কলকাতা হাইকোর্টে নালিশ করা হয়। বলা হয় যে, শিক্ষক নিয়োগে দুর্নীতি, স্বজনপোষণ হয়েছে যথেচ্ছ ভাবে।
এই দিন প্রধান বিচারপরি মৌসুমী ভট্টাচার্য বলেন যে, “উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ জরুরি। রাজ্যজুড়ে শিক্ষক অত্যন্ত কম। কিন্তু আগের প্রক্রিয়ায় নিয়োগ চলতে পারে না। তাই সব পূর্ব নির্দেশ খারিজ করে সবাইকে সুযোগ দিতে হবে।” এর আগে বিকাশ ভবন থেকে শিক্ষকদের তুলে দেওয়া নিয়ে রাজ্য সরকারের মুখ পুড়েছিল। এবার আসন্ন একুশের বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্য সরকারের কাজকে ভর্ৎসনা করে হাইকোর্ট যা জানাল তাতে সুযোগ পেয়ে গেল বিরোধীরা। কিন্তু একইসঙ্গে কাজের আশায় বুক বাঁধছে লক্ষাধিক পদপ্রার্থীরা। দেখা যাক ২০২১ তাদের কতটা খুশি করতে পারে।