দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: জেলে বসে লেখা সুদীপ্ত সেনের চিঠিতে উল্লেখ ছিল পাঁচ প্রভাবশালীর নাম এবার এক প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমানের এক বিজেপির এক নেতার বিরুদ্ধে ‘নালিশ’ করে অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তাঁর অভিযোগ ২০১৪ সালে আয়কর দফতরের অধীনে ‘এক বিশেষ প্রকল্পের’ সুবিধা নিয়ে টাকা নয়ছয় করেছিলেন বর্তমান এক রাজ্য বিজেপি নেতা। সেই বিপুল পরিমাণ টাকার উৎস জানতে এবার প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি লিখলেন কুণাল ঘোষ।
জানা গেছে কুণালবাবুর পাঠানো সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে সিবিআই’কে (CBI) কে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। অপরদিকে এই বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরের অধীনস্থ ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি) কে চিঠি দিয়েছে সিবিআই। যদিও আয়কর দপ্তর জানিয়েছে এভাবে প্রটোকল ভেঙে সরাসরি তারা নাম জানাতে পারবো না। সে জন্যে CBI প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সূত্রের খবর।


আরো পড়ুন:জে পি নাড্ডা’র পর এবার বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেতে পারেন জেলাগুলিতেও
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ২০১৪ সালের একটি আয়কর প্রকল্প নিয়ে। এই প্রকল্প অনুযায়ী, হিসাব-বহির্ভূত টাকা আয়কর দফতরের কাছে জমা দিলে তার ৪০ শতাংশ কেটে নিয়ে বাকিটা ‘সাদা’ করে দেওয়া হবে এবং সেক্ষেত্রে করদাতার পরিচয় গোপন রাখার পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে না বলে জানানো হয়। কুণাল ঘোষের মতে সেসময় ১৮০ কোটি কালো টাকা সাদা করিয়েছিলেন তৎকালীন এক তৃণমূল নেতা যিনি বর্তমানে বিজেপি’র নেতা।
যদিও এটাই প্রথম নয়। ২০১৬ সালে এমনই অভিযোগ নিয়ে সিবিআইকে চিঠি লিখেছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। এখনও পর্যন্ত সেই মামলার নিষ্পত্তি হয়নি জানা যায়। যদিও ওই নেতার নাম ও পরিচয় প্রকাশ করেনি আয়কর দফতর। তবে এবার কুণাল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে মুখোমুখি হতে চলেছে কেন্দ্রীয় সরকারের দুই সংস্থা সিবিআই ও আয়কর দফতর।