দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:জঙ্গি দমনে বড়সড় সাফল্য কলকাতা পুলিশের এসটিএফ শাখা। বৃহস্পতিবার রাতে বীরভূমের পাইকর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। করা হয়েছে তাকে। ধৃতের নাম শেখ নাজিবুল্লা(৫০)। জানা গেছে ধৃত জঙ্গি আইএস যোগ থাকার পাশাপাশি সে জেএমবি নেতা সালাউদ্দিনের ঘনিষ্ঠ। আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ফেসবুকে সাকিব আলি নামে অ্যাকাউন্ট খুলে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতো ওই জঙ্গি। সেই সঙ্গে যুব সমাজকে জেহাদি ভাবধারায় উদ্বুদ্ধ করাই ছিল তার কাজ। জানা গেছে বৌদ্ধ গয়ার আইডি বিস্ফোরণ থেকে শুরু করে বীরভূম মডিউলেরও দায়িত্বে ছিল সে।
আরো পড়ুন:রাজ্য প্রশাসনের চিঠিতে ‘অনুরোধ’; মুখ্যসচিব ও ডি জি কে ১৪ তারিখের বৈঠক থেকে অব্যাহতি দেওয়ার জন্যে
সূত্রের খবর, ধৃত নাজিবুল্লা পাইকরে একটি প্রেসের আড়ালে জঙ্গি কার্যকলাপ চালাত৷কিন্তু সেখানে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি মৌলবাদী সাহিত্য,এবং বই উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটারের ডিভাইস।এছাড়া ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাপ।