দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী সারদাকাণ্ডের তদন্তে অযাচিত হস্তক্ষেপের আশঙ্কায় সিবিআইকে চিঠি দিলেন। সূত্রের খবর অনুযায়ী এই মর্মে ইতিমধ্যে সিবিআইকে সতর্কও করেছেন তিনি। উল্লেখ্য, গত বুধবার সিবিআইয়ের রিজিওনাল ডিরেক্টর ও কেন্দ্রীয় ডিরেক্টরকে চিঠিতে শুভেন্দু লিখেছেন, ‘সারদাকাণ্ডের তদন্তে অযাচিত হস্তক্ষেপের আশঙ্কা করছি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানতে পেরেছি সারদাকাণ্ডে জেলবন্দি অভিযুক্ত সুদীপ্ত সেন বহু বছর পর হঠাৎ প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।”
মূলত: চিঠিতে সারদাকর্তা লিখেছেন যে তার কাছ থেকে ৫ জন রাজনীতিবিদ প্রচুর টাকা নিয়েছেন এবং এই মূহুর্তে তাঁরা তৃণমূল ত্যাগ করে অন্য দলে যোগ দিয়েছেন। তবে এই মূহুর্তে সারদা কান্ডে কে বা কারা অযাচিত হস্তক্ষেপ করতে পারে বলে শুভেন্দুবাবু আশঙ্কা করছেন তা এখনো প্রকাশ্যে আসেনি। তবে যেহেতু তিনি মন্ত্রিত্ব ছাড়ার পরেই এই চিঠি লেখা হয় এবং চিঠিতেও তাঁর নাম উল্লেখিত আছে, সেই দিকেই সিবিআই এর দৃষ্টি আকর্ষণ করিয়েছেন শুভেন্দু। আসলে শুভেন্দু চান না কেউ তাঁর নির্বাচনে লড়ার যায়গাটা বন্ধ করুক। তবে শুভেন্দু’র সন্দেহের তির যে তৃণমূলের ‘এজেন্সি’র দিকে সেটা কিছুটা হলেও বিরোধীরা আঁচ করেছেন।
আরও পড়ুন: এবার মাত্র ১০ টাকার কমেই হাইস্পীড নেট! লাগবে না ‘সিম কার্ড’ ও! ছাড় মিলল কেন্দ্রের
ওই চিঠিতে শুভেন্দু বাবুর দাবি, যে পাঁচ রাজনীতিবিদের নাম সুদীপ্ত সেন তাঁর চিঠিতে উল্লেখ করেছেন তাঁদের কারও নামই সারদাকাণ্ডের চার্জশিটে নেই। এমনকী গোটা তদন্তপ্রক্রিয়ায় সারদাকর্তা কখনও তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। সেই জন্যে শুভেন্দু বাবুর ইঙ্গিত যে ২০২১-এর নির্বাচনের আগে তৃণমূলের বিরোধী যে সব নেতা, তাদের চাপে রাখতেই ‘কৌশল’ করে সুদীপ্ত সেনকে দিয়ে তাঁদের নাম লিখিয়েছে রাজ্যের শাসকদল!
উল্লেখ্য, গত ১’লা ডিসেম্বর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে জেলে বসে এক চিঠি লেখেন সারদাকর্তা সুদীপ্ত সেন। তাতে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে ৯ কোটি টাকা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৬ কোটি টাকা। অধীর চৌধুরীর বিরুদ্ধে ৬ কোটি টাকা ও বিমান বসুর বিরুদ্ধে ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ জানিয়েছেন সারদা কর্তা। আর যেহেতু বেছে বেছে তাদেরই নাম লেখা হয়েছে যারা আসলে তৃণমূলের চক্ষুশূল!