দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শুক্রবার ডোমজুড়ের এক সভায় রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভেতরের কোন্দল নিয়ে মুখ খুললেন। রামকৃষ্ণ দেবের বাণী আউরে বললেন, ‘যত মত, তত পথ’। সেই প্রসঙ্গ টেনে ফেসবুক পোস্টে নাম করেই তোপ দাগলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। শুভেন্দুর পর রাজীবের বেসুরো সুর বেশ কয়েকদিন কানে আসছিল রাজ্যবাসীর। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা।
উদয়ন তার ফেসবুক পোস্টে রাজীবের মন্ত্রী পদমর্যাদাকে কটাক্ষ করেছেন। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। শাসকদলের নেতামন্ত্রীরা কয়েকদিন ধরেই বেসুরো বলছেন। শুভেন্দু অধিকারীর পর এবার একই পথে হাঁটতে দেখা যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার তিনি বলেন, মানুষের কাজ করতে গেলে যদি পথ পরিবর্তন করতে হয় তবে সেই পথ পরিবর্তন করতে তিনি রাজি। এর পরই তাঁকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করেছেন উদয়ন গুহ।
আরো পড়ুনঃ দুশ্চিন্তার অবসান, সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বুদ্ধবাবু
উদয়ন বলেছেন, ‘হয় জলে (সেচ) অথবা জঙ্গলে (বন) না হলে পদ্মফুলে, যত মত তত পথ’। এতেই স্পষ্ট হয়ে যায় যে তার কটাক্ষের তীর কার দিকে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে, পার্টির অন্দরে বেশ কিছু নেতা মন্ত্রীত্ব পেয়ে উচ্চাকাঙ্খী আর লোভী হয়ে উঠেছেন। তারাই নাকি জনগণকে বিভ্রান্ত করছেন।




নানা দিকে মমতা ব্যানার্জী সরকারের মুখ পুড়ছে। তার মধ্যে দলবদল আর বড় নেতাদের এই কোন্দলে তৃণমূলের তথৈবচ দশা। এর আগে গত কয়েক মাস ধরেই শুভেন্দু অধিকারী ও তৃণমূলের মধ্যে দূরত্ব বেড়েছে। নাম না করেই নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে রাজ্যজুড়ে একের পর এক অরাজনৈতিক সভা করেছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। পাল্লা দিয়ে বিভিন্ন জেলায় তাঁর সমর্থনে পোস্টার-ফ্লেক্স দেখা গিয়েছে। যাতে দলনেত্রী বা তৃণমূলের পতাকা ছিল না। তবে উল্লেখ ছিল ‘দাদা’র অনুগামী’। কে বা কারা সেই পোস্টার লাগিয়েছিল তা নিয়ে নানা জল্পনা। তৃণমূলের অন্দরেও জোর জল্পনা। এবার একই কায়দায় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেও খোদ কলকাতায় প্রথম পোস্টার লক্ষ্য করা গিয়েছে। সেখানে মন্ত্রীর সমর্থনে লেখা রয়েছে, ‘কাজের মানুষ-কাছের মানুষ’, ‘সততার প্রতীক’ এবং ‘ছাত্র যুবর নয়েনের মণি’।
এখন নতুন করে আসরে উদয়ন ও কল্যাণ , এবার এটাই দেখার যে এবার রাজীব নতুন করে বক্তব্য পেশ করেন নাকি তৃণমূলের উপর মহল থেকে তাঁকেও বোঝানো হয়।