দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিশ্বভারতীর কোর্ট কমিটির সদস্যদের মিটিংয়ে আগেই সিদ্ধান্ত হয় যে চলতি বছর করোনাআবহে পৌষমেলা আয়োজিত হবে না। এবার সেই সিদ্ধান্তে আজ শনিবার ‘অফিসয়াল সিলমোহর’ দিলো বিশ্বভারতীর উচ্চ পর্যায়ের বৈঠক। আজ এই বৈঠকে চলতি বছর মেলা বন্ধ রাখার পাশাপাশি জানানো হয়েছে বিশ্বভারতী প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে পৌষমেলা ভিন্ন কোভিড প্রটোকল মেনে কিভাবে রীতি মেনে পৌষ উত্সব পালন করা হয় তার আলোচনা হয়। আর এই বৈঠক শেষে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মেলার আয়োজন করা হবে না। তবে রীতি মেনে যথাযথ মর্যাদায় পৌষ উত্সব পালন করা হবে।
আরও পড়ুন: SPECIAL FEATURE প্রণম্য দিদিকে কেন শুভেন্দুর শুকনো “নমস্কার ?” – দেবারুণ রায়
পাশাপাশি জানানো হয় চলতি বছর ৮ই পৌষ অর্থাত্ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসের দিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্বভারতীর আচার্য অর্থাত্ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে ক্ষেত্রে তিনি সশরীরে উপস্থিত নাও থাকতে পারেন। ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ওই অনুষ্ঠানে সেদিন বিশ্বভারতীতে উপস্থিত থাকবেন রাজ্যপাল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও সেদিন উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, ১৯২১ সালের ২৩ ডিসেম্বর অর্থাত্ বাংলার ৮ই পৌষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর সেকারণেই এই ৮ই পৌষ দিনটিকেই প্রতিবছর বিশ্বভারতী প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে পালন করা হয়ে থাকে। আর এই বছর এই প্রতিষ্ঠা বার্ষিকী শতবার্ষিকীতে পা রাখছে। যে কারণে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশ্বভারতী ঘিরে রয়েছে আলাদা উত্সাহ-উদ্দীপনাও।