27 C
Kolkata
Saturday, April 1, 2023
More

    “কল্যাণ কে? অজয় ভাল্লা কল্যাণ এর চিঠি এতক্ষণে ডাস্টবিনে ফেলে দিয়েছেন”: জয়প্রকাশ মজুমদার

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার IPS নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত তুঙ্গে পৌঁছলো। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আইন শৃঙ্খলা রাজ্যের অধীনে। কোন এক্তিয়ারে রাজ্যের আমলাদের তলব করা হয়েছে প্রশ্নে তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে তিনি চিঠি লিখলেন। উল্লেখ্য, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় এর আগে রাজ্যের আমলাদের তলব করে চিঠি পাঠায় কেন্দ্র।

    গতকালের সেই চিঠির পাল্টা নবান্ন থেকে একটি চিঠিতে অনুরোধ করা হয় যে রাজ্যের আইন শৃঙ্খলা এই মূহুর্তে নিয়ন্ত্রণে রয়েছে। যদিও গতকালের চিঠির পরিপ্রেক্ষিতেই আজ তিন পাতার পাল্টা চিঠি দেন কল্যাণ। তৃণমূল সাংসদের এই চিঠি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, রাজ্য সরকারের তরফে কিন্তু ডেকে পাঠানোর এক্তিয়ার নিয়ে কোনও প্রশ্ন তোলা হয়নি। উল্টে অত্যন্ত বিনয়ের সঙ্গে বৈঠকে না থাকার অব্যাহতি চেয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

    তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে বলেন “প্রথমেই আপনাকে জানাতে চাই, ভারতীয় সংবিধানের সপ্তম পরিচ্ছেদ অনুযায়ী আইন ও শৃঙ্খলা রাজ্যের অধীনে। সেই প্রেক্ষিতে কীভাবে আপনারা দুজন অফিসারকে আলোচনার জন্য ডাকতে পারেন? সংবিধান অনুযায়ী বা অন্য কোন আইনে আপনারা রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়ে হস্তক্ষেপ করছেন, তা জানাবেন? চিঠি দেখে মনে হচ্ছে আপনারা কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এবং আপনাদের মন্ত্রীর নির্দেশেই, যিনি ভারতীয় জনতা পার্টির একজন রাজনৈতিক নেতা, তার কথাতেই চিঠি পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর হস্তক্ষেপ করছেন আপনারা।”

    জে পি নাড্ডার রাজ্য সফর নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,”বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নিজে জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। তাকে একটি বুলেটপ্রুফ গাড়ি ও পাইলট কার দেওয়া হয়েছিল। এছাড়াও সঙ্গে রাজ্য প্রসাসনের গাড়ি, সিআরপিএফ বাহিনীর সুরক্ষাও দেওয়া হয়েছিল। স্থানীয় পুলিসকে না জানিয়েই বিনা অনুমতিতে তিনি প্রায় ৩০টি গাড়ি, যাতে বিজেপির পতাকা লাগানো ছিল, তা নিয়ে যাচ্ছিলেন। গাড়িগুলি থেকে ক্রমাগত উসকানিমূলক স্লোগান দেওয়া হচ্ছিল। প্রশ্ন উঠছে, জেড ক্যাটেগরির সুরক্ষাপ্রাপ্ত একজন কী স্থানীয় প্রশাসনকে না জানিয়েই অন্যান্য গাড়ি ও মোটরবাইক এবং কয়েকশো সমর্থক নিয়ে আসতে পারেন।”

    চলতি মাসের ১০ তারিখ বিজেপি সভাপতি জে পি নাড্ডার দুদিনের রাজ্য সফরে দ্বিতীয়দিন ডায়মন্ড হারবার যান। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথেই শিরাকোলে তাঁর কনভয়ের উপর হামলা চালায় কিছু দুষ্কৃতী। এই হামলার ঘটনা ও রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামী ১৪ ডিসেম্বর দিল্লিতে বৈঠকের যোগ দেওয়ার জন্য মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিসের ডিজি বীরেন্দ্রকে ডেকে পাঠায় কেন্দ্র।

    কেন্দ্রের এই নির্দেশের পর পাল্টা চিঠিতে বৈঠকে না থাকার অব্যাহতি চেয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বৃহস্পতিবার জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্য। বিজেপি সর্বভারতীয় সভাপতির জন্য বুলেটপ্রুফ গাড়ি ও পাইলট কারের ব্যবস্থা করা হয়েছিল, সেই কথাও জানান তিনি। সবশেষে তিনি বলেছিলেন, “১৪ তারিখের বৈঠক থেকে রাজ্য প্রশাসনের আধিকারিকদের অব্যাহতি দেওয়া হোক।”

    মুখ্যসচিব কেন্দ্রের সঙ্গে সবিনয়ে কথা বললেও সুর চড়িয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে লেখেন,”জেড ক্যাটেগরির সুরক্ষাপ্রাপ্ত একজনের উপর হামলার ঘটনায় আপনার দফতর যেভাবে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে জানতে চেয়ে মুখ্যসচিব ও ডিজিপিকে চিঠি পাঠিয়ে তলব করেছে, তাতে আমরা অবাক।”

    কনভয়ে উপস্থিত রাকেশ সিংয়ের প্রসঙ্গে টেনে তিনি চিঠিতে লেখেন,”রাজেশ সিং, যিনি রাজ্যে অপরাধী হিসাবেই পরিচিত। তাঁকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল এবং অশান্তি সৃষ্টির অভিযোগে ৫৯টি মামলা এখনও অমীমাংসীত অবস্থায় রয়েছে, তিনি জে পি নাড্ডার কনভয়ে কী করছিলেন? ২০১৯ সালে উত্তর কলকাতায় যখন নির্বাচনী প্রচারে অমিত শাহ এসেছিলেন, এই রাকেশ সিং-ই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার সঙ্গে জড়িত ছিল। পুলিস প্রশাসনের অনুমতি ছাড়াই কেন বিজেপি নেতা ও কর্মীদের কনভয়ের মধ্যে থাকতে দেওয়া হয়েছিল? তারা যাত্রা শুরুর প্রথম থেকেই কেন ভিডিয়ো করছিল? সমস্যা সৃষ্টির জন্য এটা কি বিজেপির পূর্বপরিকল্পিত প্রচেষ্টা ছিল যাতে সংবাদ মাধ্যমে প্রচারের আলোয় বিষয়টিকে তুলে ধরা যায়?”

    ১১ ডিসেম্বরে কেন্দ্রের পাঠানো চিঠির উল্লেখ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,” এই চিঠিতে আপনারা তিনজন আইপিএস অফিসারকে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। ১০ তারিখে তারা সকলেও ঘটনাস্থানের আশেপাশে উপস্থিত ছিলেন। আপনাদের উদ্দেশ্য স্পষ্ট যে, ওই তিনঅফিসারকে ডেকে আপনারা তাদের উপর চাপ সৃষ্টি করতে চান।”

    “এটি অত্যন্ত লজ্জাজনক ও ভয়ঙ্কর যে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের নির্দেশে আপনারা সমস্ত আইনকে জলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আপনারা পরোক্ষে রাজ্যে এমার্জেন্সি জারি করার চেষ্টা করছেন। রাজ্যের সমস্ত আইপিএস ও আইএএস কর্তাদের ভয় দেখানোর চেষ্টা করছেন। আইনের উর্দ্ধে কেউ নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা আপনি, কেউই আইনের উর্দ্ধে নয়।”-বলেও মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

    চিঠির শেষ তিনি বলেন,”সংসদ প্রক্রিয়া স্থগিত রয়েছে বলে আমি দলের তরফে আপনাদের এই পদক্ষেপের সমালোচনা ও বিরোধিতা করছি। আপনাদের সুবুদ্ধি হোক। অমিত শাহের চাকরের মতো কাজ না করে একজন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মীর মতোই আচরণ করুন। আমরা আইএএস ও আইপিএস অফিসার সহ সকল সরকারি কর্তাদেরই সম্মান করি , তাই আপনার পদের সম্মান রেখেই অনুরোধ করছি, কোনও রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে স্বাধীনভাবে দায়িত্ব নিন।”

    কিন্তু আজ আবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্যের তিন জন আইপিএস অফিসার কে ‘অ্যাটাচ’ করতে চেয়ে রাজ্যের কাছে পাল্টা চিঠি আসে। সেই চিঠিতে IG দক্ষিণবঙ্গ শ্রী রাজীব মিশ্র, DIG প্রেসিডেন্সি রেঞ্জ শ্রী প্রবীণ কুমার এবং ডায়মণ্ডহারবারের SP ভোলানাথ পান্ডে। যদিও সেই অনুরোধ রাজ্য পত্রপাঠ খারিজ করে।

    এই চিঠির বিষয়ে বিজেপি নেতা জয়প্রকাশ বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কে কল্যাণ, উনি কী পুলিশ মন্ত্রী! তাহলে উনি কেন চিঠি লিখছেন। এখন তৃণমূলের এই সমস্যা, রাজ্য সরকারের জবাব সাংসদ দিচ্ছে। মন্ত্রী’রা কী ঘুমিয়ে আছে! দেখুন কল্যাণের ওই চিঠি অজয় ভাল্লা এতক্ষণে ডাস্টবিনে ফেলে দিয়েছেন।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...