33 C
Kolkata
Sunday, April 2, 2023
More

    তাহলে প্রাপ্তির দাবি দাওয়ার রফা শেষ! নিজেকে ‘নিষ্কলুষ’ দাবি করে নতুন হুমকি ‘রাজীবের’!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কামারপুকুরে ব্রাহ্মণদের দ্বারা আয়োজিত অরাজনৈতিক সভা থেকে বলেছিলেন “যত মত তত পথ, দাবি দাওয়া না মিটলে, কলকাতা কার্যত অচল করে দেওয়ার ও হুমকি দিয়েছিলেন হাওড়ার বিধায়ক তথা তৃণমূলের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এমন কী শুভেন্দু’র স্টাইলে নিজের অনুগামীও তৈরি করে ফেলেছিলেন রাতারাতি। তারাই হাওড়ার দাদার জন্যে দিন রাত এক করে পোস্টারিং করে বেড়াচ্ছিল। কিন্তু আজ ‘পি স্কোয়ার’ বৈঠক অর্থাত শেষ হতেই বেসুরো গলা সুরে বইতে শুরু করেছে। উল্টে সাংবাদিক দের উদ্দেশ্যে উক্তি “আমার সঙ্গে কাউকে জড়াবেন না, ডাকলে আবার আসব”।

    উল্লেখ্য দলের ‘সম্পদ’ নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর মানভঞ্জনে চুড়ান্ত ব্যর্থ তৃণমূল। তাই যেই কলকাতার কোলের ছেলে ডোমজুড়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরটি হয়েছেন অমনি কাল বিলম্ব করল না দল। রাজীবের ক্ষোভ প্রশমনে তাঁর সঙ্গে বৈঠক করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও ভোট কুশলী প্রশান্ত কিশোর। আর আজ সেই বৈঠক থেকে বেরিয়েই রাজীব জানালেন, ”ক্ষোভ থাকতেই পারে। ক্ষোভ থাকলে আলোচনার মাধ্যমে সমস্যা মিটবে। ভবিষ্যতে আরও আলোচনা হবে। আমায় আবার ডাকা হলে আসব।”

    আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রশমনে বৈঠকে ডাকা হয় প্রশান্ত কিশোরকেও। তিনি এদিন বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন। আর বেলা ১২টা ২০ মিনিট নাগাদ সেখানে হাজির হন রাজীব। এই রুদ্ধদ্বার বৈঠক বেশ কয়েক ঘণ্টা ধরেই চলবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আজই রাজীব-সমস্যার সমাধান সূত্র বের করতে মরিয়া তৃণমূল।

    আরও পড়ুন: রাজীব বললেন, ‘যত মত, তত পথ’ সোশ্যাল মিডিয়ায় কল্যাণ, উদয়ন দেখালেন ‘বাইরের পথ’?

    তবে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানার জন্যে প্রশ্ন করতেই রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,”পার্টির মহাসচিব ডেকেছিলেন এসেছি।আগামী দিনের একাধিক রণনীতির বিষয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে।কীভাবে আগামী দিনে দল পরিচালনা করা হবে, সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।”

    উল্লেখ্য, নিয়মিত নিজের দফতরে গেলেও গত কয়েকদিন ধরেই দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন অরাজনৈতিক মঞ্চ থেকে একের পর এক বেসুরো মন্তব্য করছিলেন তিনি। শুক্রবার হুগলির কামারপুকুরে পুরোহিতদের একটি সভায় যোগ দিয়ে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ডোমজুড়ের বিধায়ক রাজীব। তিনি রামকৃষ্ণের বাণী আউরে বলেন, ‘ঠাকুরের কথায়, যত মত, তত পথ। যত মত থাকবে, পথও ভিন্ন ভিন্ন হবে। যদি কোথাও মনে হয়, মানুষের কাজ করার জন্য এই মতে অসুবিধা হচ্ছে, তবে অনেক পথ খোলা আছে। সেই পথ থেকে কেউ কাউকে সরাতে পারবে বলে আমার মনে হয় না।’‌

    এর আগেও দলে তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন রাজীব। এক অরাজনৈতিক জনসভায় তিনি জানিয়েছিলেন, ”স্তাবকতা করলেই নম্বর বাড়ে। ভালকে খারাপ, খারাপকে ভাল বলতে পারি না, তাই আমার নম্বর কম। অন্যদের বেশি।” সেই সঙ্গে বলেন, শুভেন্দু অধিকারী চলে গেলে বড় ক্ষতি হবে দলের। রাজীবের অভিযোগ এখানেই শেষ হয়নি। তিনি স্পষ্ট বলেন, দলে এমন কিছু লোক নেতৃত্বে রয়েছেন যাঁদের মানুষ পছন্দ করে না।

    সম্প্রতি নবান্নের সামনেই পড়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থণে পোস্টার পড়ে। সেখানে কোনও দলীয় প্রতীক ছিল না। এদিন সেএবিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,”শুভেন্দুবাবুর সঙ্গে আমাকে জড়াবেন না। পোস্টার কে লাগিয়েছে আমি জানি না। আমি সমর্থন করিনা।” আর এই নিয়ে বিরোধীদের বক্তব্য, “রফা হয়ে গিয়েছে রাজীবের সাথে ওই জন্যে গঙ্গা উল্টো দিকে প্রবাহিত। “

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...