দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পশ্চিমবঙ্গে এই মূহুর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্ত’র (চিকিত্সাধীন) পরিমাণ ২২ হাজারেরও কিছু বেশি। আরে এর মধ্যে শুধু দুটি জেলাতেই এই সংখ্যাটা ১০ হাজারের বেশি। বাকি ২১ জেলায় ১২,৫৩৪ জন।
এই বিষয়ে রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,কলকাতায় অ্যাক্টিভ আক্রান্ত (চিকিত্সাধীন) ৫,৪৮৩ জন। আর উত্তর ২৪ পরগণায় ৪,৫৫৬ জন। এই দুই জেলায় মোট চিকিত্সাধীন ১০,০৩৯ জন। বাকি ২১ জেলার ১২,৫৩৪ জন। এর ফলে এই মূহুর্তে বাংলায় মোট অ্যাক্টিভ আক্রান্ত ২২,৫৭৩ জন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ। এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলী,দুই বর্ধমান,বাঁকুড়া,দুই মেদিনীপুর, নদীয়া,মুর্শিদাবাদ,মালদা,জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহার।
আরও পড়ুন: ব্রিটেন, বাহরিনের পর মার্কিন যুক্তরাষ্ট্র; ফাইজার-বায়োনটেক কোভিড-১৯ গণ টিকাকরণের অনুমতি
তবে কলকাতায় মোট আক্রান্ত ১ লক্ষ ১৬ হাজার ২৪২ জন। এবং উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ লক্ষ ৯ হাজার ৭২২ জন। যদিও উত্তর ২৪ পরগণা জেলায় সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লক্ষ ৩ হাজার ১২ জন। আর কলকাতায় মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭ হাজার ৯৭৭ জন। খুব স্বাভাবিক ভাবেই করোনা’র সাথে লড়াইয়ে উত্তর ২৪ পরগণা যে ঘুরে দাঁড়াচ্ছে সে কথা বলাই বাহুল্য।
যদিও এদিনের মৃতদের মধ্যে কলকাতার ১১ জন। আর উত্তর ২৪ পরগণার ১২ জন। দক্ষিণ ২৪ পরগণায়,পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ৩ জন করে। হুগলি, নদিয়া,দক্ষিণ দিনাজপুর ও দার্জিলিং এ ২ জন করে। হাওড়া,বীরভূম, জলপাইগুড়ি ও কোচবিহারে ১ জন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ।
রাজ্যে মোট মৃতের সংখ্যা ৯,০৫৭ জন। এদের মধ্যে শুধু কলকাতায় মোট মৃত্যু হয়েছে ২,৭৮২ জনের। আর উত্তর ২৪ পরগণায় মোট ২,১৫৪ জনের মৃত্যু হয়েছে। এই দুই জেলায় মোট মৃত্যু ৪,৯৩৬ জন। এবং বাকি ২১ জেলায় মাত্র ৪,১২১ জনের মৃত্যু হয়েছে।