দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অনেক অভিযোগের পরে রাজ্য শিক্ষা দপ্তর কড়া পদক্ষেপ নিল মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। অনেক আগে থেকে অভিযোগের খাম জমা হচ্ছিল শিক্ষা দপ্তরের উচ্চ পদাধিকারীদের টেবিলে, কিন্তু কোনো কিছুর সুরাহা হচ্ছিল না। এবার কোমর বেঁধে নেমে পড়লো শিক্ষা দপ্তর।
একাধিক কাজকর্ম সম্পর্কে অনিয়মের অভিযোগ উঠছিল বিগত দিন গুলিতে। অনেক অধ্যাপক এবং আধিকারিকরা অভিযোগ জানান। কনভোকেশনে প্রচুর অর্থ ব্যয়, কয়েকজন প্রফেসরের বরখাস্ত হওয়া, রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযানের টাকা খরচে জালিয়াতি, মোটা টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ সামনে আসে। রাজ্যপালের কাছে এবার সরাসরি অভিযোগ জানানো হয়।
আরও পড়ুন: ভয়ংকর অভিযোগ! ‘বিজেপি গোপনে মমতাকে হত্যা করতে পারে’!
শিক্ষা দপ্তরের তদন্তের সময় সামনে ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চঞ্চল চৌধুরী। তদন্ত কমিটি অভিযোগ করা কয়েকজন অধ্যাপক, আধিকারিকদের সাথে বসে জিজ্ঞাসাবাদ করেন। তদন্তকারীরা পঠনপাঠন অভিযোগ এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক জালিয়াতি খতিয়ে দেখছেন। তারা সমস্ত দিক খতিয়ে দেখে তারপরে রিপোর্ট দেবেন।
তদন্তকারী কমিটির নেতৃত্বে আছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়, তদন্ত কমিটিতে উচ্চ শিক্ষা দপ্তরের আরো তিন আধিকারিক আছেন।