দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্য বুলেটপ্রুফ গাড়ি-সহ কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা সম্পুর্ণ হয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এই খবর এখনো শুভেন্দু বা অমিত শাহ’র মন্ত্রক কিছু জানায় নি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, নিরাপত্তা বরাদ্দ হয়ে গিয়েছে তবে কবে থেকে তার ‘ইমপ্লিমেন্টেশন’ সে বিষয়ে সঠিক কোনও আরিখ এখনো জানা যায় নি।
অবশ্য সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রের খবর, শুভেন্দুর উপরেই নির্ভর করছে তিনি কবে থেকে সেই নিরাপত্তা গ্রহণ করবেন। তবে গোপন সুত্রে জানা গিয়েছে রাজ্যের শাসক দলের সাথে সম্পর্ক সম্পুর্ণভাবে ছিন্ন করার সঙ্গে সঙ্গেই শুভেন্দু এই কেন্দ্রীয় নিরাপত্তা গ্রহণ করবেন। একটি সূত্র জানিয়েছে, শুভেন্দু আজ অর্থাত্ মঙ্গলবারই রাজ্যের নিরাপত্তা ছাড়ছেন। ফলত আজ থেকেই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হবে। এমন কী নন্দীগ্রামের ভূমিপুত্রকে ‘ওয়াই প্লাস’ ক্যাটিগরির নিরাপত্তা দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তবে বিশেষজ্ঞদের মতে শুভেন্দুর মত হেভিওয়েট নেতা’কে ‘জেড প্লাস’ নিরাপত্তাই দেবে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: তাহলে প্রাপ্তির দাবি দাওয়ার রফা শেষ! নিজেকে ‘নিষ্কলুষ’ দাবি করে নতুন হুমকি ‘রাজীবের’!
প্রসঙ্গত, মন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার আগেও শুভেন্দু ‘জেড প্লাস’ নিরাপত্তা পেতেন যা তিনি ইস্তফা দেওয়ার কিছু আগেই ছেড়ে দিয়েছিলেন। যদিও এখনো তিনি রাজ্য পুলিশের তরফে ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে নিরাপত্তা পাচ্ছেন। এই প্রসঙ্গে গতকাল শুভেন্দু-ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ‘‘দাদা অন্য কোথাও যোগ দেওয়ার আগে নীতিগত ভাবে কারও দেওয়া কোনও নিরাপত্তা নেবেন না। এর বেশি কিছু আমি বলতে পারছি না।’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের স্পেশাল ইনটেলিজেন্স ব্যুরো বা এসআইবি’র কাছে ওই মর্মে দিল্লি থেকে নির্দেশ এসে গিয়েছে। তবে শুভেন্দু বিষয়ে কেন্দ্রের এই ‘যত্নশীলতা’ কে রাজনৈতিক মহলের একাংশ ‘রাজনীতির বার্তা’ হিসেবেই দেখছেন। কেন্দ্রের এই সিদ্ধান্তেই স্পষ্ট যে, শুভেন্দু গেরুয়া শিবিরেই যোগ দিতে চলেছেন। কেননা এর আগে তৃণমূলের নেতা মুকুল রায় যখন দলত্যাগ করেছিলেন, তখন রাজ্যের নিরাপত্তা ছাড়ার পর তাঁকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। আর এরপর তিনি বিজেপি-তে যোগ দেন। তবে সেবার মুকুলের জন্য বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ হয়নি। সেক্ষেত্রে এবার পরিস্থিতি বিচার করে শুভেন্দুকে এগিয়ে রাখছে গেরুয়া শিবির। এখন সময় বলবে, শুভেন্দু নিরাপত্তা গ্রহণ করবেন নাকি তিনি ভেবে রেখেছেন অন্য কোনও পথ!