দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে পুজোর আগে থেকেই। তখন থেকেই লক্ষ্য করা গিয়েছে নেতা নেতৃত্বদের দল বদলের তোড়জোড়। আর এর মধ্যেই রাজ্যের ঘরে জুড়ে বসতে চলেছে কলকাতায় পুরভোট! আর এই নিয়ে আজ জোর জল্পনা শুরু হয়েছে। আর এই জল্পনার মূল কারণ হলো রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই মর্মে রাজ্য সরকারের তথ্য প্রদান! আর সরকারের দেওয়া সেই তথ্যানুযায়ী, মার্চের শেষেই হতে পারে কলকাতা পৌরসভার নির্বাচন। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দেড়মাসের মধ্যেই হতে পারে এই ভোট।
এই বিষয়ে সূত্র মারফত জানা গিয়েছে যে, আগামী বছরের ১৫’ই জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ হবে। আর সেই তালিকা পুরভোট উপযোগী করতে আরও ১ মাস মত সময় লাগবে। আর রাজ্যের এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে বিস্তারিত ভাবে জানাবে রাজ্য নির্বাচন কমিশন। আগামী পরশু এই মামলার শুনানি রয়েছে। এর আগে আগামী ১৭ ডিসেম্বর রাজ্যকে পুরসভার ভোটের নির্ঘন্ট জানাতে নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: এবার সফরে আরও আরাম পাল্টে গেল দূরপাল্লার ট্রেনের সাইড লোয়ার বার্থ
প্রসঙ্গত, উত্তর কলকাতার বাসিন্দা শরদ কুমার সিং কলকাতা পুরসভায় দ্রুত নির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় ১৭ ডিসেম্বর রাজ্যকে পুরসভার ভোটের নির্ঘন্ট জানাতে নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সেই সময়সীমা উত্তীর্ণ হচ্ছে। সেই সাথে সুপ্রীম কোর্ট জানিয়েছিল রাজ্য যদি নির্বাচন করতে অপারগ হয় তাহলে কোর্ট নিজ দ্বায়িত্বে একজন প্রশাসক বসাবে। আর যিনি হবেন একজন IPS অফিসার।


যদিও আদালতের এই সিদ্ধান্ত রাজ্যের পক্ষে যে মেনে নেওয়া সম্ভব নয় সে বিষয়ে আজ রাজ্যের এই ভোট করানোর সিদ্ধান্ত দেখেই বোঝা গিয়েছে। আগামী পরশু এই সংক্রান্ত তথ্য আদালতে জানিয়ে রাজ্য সরকার ‘সময়’ ও চেয়ে নিতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, করোনা আবহে রাজ্যের মেয়াদ উত্তীর্ণ বাকি ১১০টি পুরসভার নির্বাচন কোনও মতেই বিধানসভা ভোটের আগে সম্পন্ন করা সম্ভব নয়। আর সুপ্রিম কোর্টে পুরভোট নিয়ে আগামী ১৭ ডিসেম্বর শুনানিতে এমনই অবস্থানের কথা জানাতে চলেছে রাজ্য সরকার।