দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ মঙ্গলবার সকলেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পরক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ নিজের বাড়ি ফিরে বেজায় খুশি তিনি। উডল্যান্ডস হাসপাতাল থেকে সকাল ১১:৩০ নাগাদ তিনি ছাড়া পান। তাঁকে বাড়িতে নিয়ে যান তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য।
আপাতত বাড়িতেই আইসিইউ ইউনিট বানিয়ে সেখানেই রাখা হচ্ছে বর্ষীয়ান কমরেড কে। এই মূহুর্তে বাড়িতে বাইপ্যাপের মাধ্যমেই শ্বাসপ্রশ্বাস চলবে তার। সঙ্গে শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের জন্য নিয়োগ করা হয়েছে ১ জন চিকিত্সক। বাড়িতে করতে হবে ফিজিওথেরাপিও। আজ হাসপাতাল ছাড়ার আগে সমস্ত চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
আরও পড়ুন: বঙ্গ-রাজনীতিতে কি আবারও ফিরে এলো রসিক-রাজনৈতিক কার্টুন?
তাঁর পরিচিত সকলেই জানেন তিনি একজন চেইন স্মোকার ছিলেন। আর এই বয়সেও দিনে একবার ধূমপান করতেই হবে তাঁর এমনটাই নেশা ও জেদ। কিন্তু এইবার হাসপাতাল মুখ হওয়ার পর তিনি অনুভব করেছেন যে এই বয়সে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে মারাত্বক ঝুঁকি । তাই এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি ফেরার আনন্দে চিকিত্সকদের অনুরোধে তাদের কথা দিয়ে এসেছেন এবার থেকে আর সিগারেট খাবেন না তিনি।
উল্লেখ্য গতকাল অর্থাত্ সোমবারইই তাঁর শারীরিক পরিস্থিতিরও উন্নতি হওয়ায় চিকিত্সকরা ঠিক করে নেন মঙ্গলবার বুদ্ধদেব ভট্টাচার্যকে ছেড়ে দেওয়া হবে। আর সেই মতই মঙ্গলবার বিশেষ অ্যাম্বুল্যান্সে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি। অ্যাম্বুল্যান্সে করে হাসপাতাল থেকে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে ছিলেন চিকিত্সক ও নার্সরা।