দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মোদী শাহ কে কার্যত শূন্য হাতেই ফেরাচ্ছেন ‘ভগবানের দেশ’। কেরলবাসী কেরল পুর ও পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। চিরাচরিত প্রথায় সিপিআইএম ও কংগ্রেসের মধ্যেই ফলাফল সীমিত।
বেলা ৩.৩০ মিনিট পর্যন্ত ফলাফলের গতিতে বামেরা এগিয়ে। তাদের তাড়া করছে কংগ্রেস। গ্রাম পঞ্চায়েতে মোট ৯৪১টি আসন। সিপিআইএম নেতৃত্বে ক্ষমতাসীন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট এগিয়ে ৫১১ টি আসনে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট এগিয়ে ৩৭২টি আসনে। ২৬টি আসনে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অন্যরা এগিয়ে ৩১টি আসনে। বিজেপি কোনও আসনেই নেই।
আরও পড়ুন: ২০২১ শে ক্ষমতায় এলে গুরুং কে সহায়তা? গোর্খাল্যান্ড না অখণ্ড বাংলা! নাকি সাপ মারলেন লাঠিও ভাঙলো না!
ব্লক নির্বাচনে মোট আসন ১৫২। বাম এগিয়ে ১০৮টিতে। কংগ্রেস এগিয়ে ৪৪টিতে। বিজেপি শূন্য। জেলা পরিষদে মোট আসন ১৪। সিপিআইএম এগিয়ে ১০টি আসনে। কংগ্রেস এগিয়ে ৪টি আসনে। বিজেপি শূন্য। পুরসভাগুলির মোট আসন ৮৬। বাম এগিয়ে ৪৫টি । কংগ্রেস এগিয়ে ৩৫টি আসনে। বিজেপি ২টি । অন্যরা ৪টি। পুরনিগম বা কর্পোরেশনের মোট আসন ৬টি। বাম ৩টি। কংগ্রেস ৩টি। বিজেপি -0।