দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল বিধানসভাতে গিয়ে নিজের পদত্যাগ পত্র জমা করেছেন শুভেন্দু! তবে এই মূহুর্তে মোট কতজন ‘অনুগামী’ তাঁর সাথে সাথেই বিজেপিতে যোগদান করবেন তা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। আর এই মূহুর্তে সে তালিকায় উঠে আসছে একাধিক মধ্যবঙ্গীয়ও পশ্চিম বঙ্গীয় বিধায়কের নাম। তবে গতকাল সুনীল মন্ডলের বাড়িতে হওয়া বৈঠক অনুসারে আগামী শনিবার প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেসের ১০ জন বিধায়কেরই শুভেন্দু অধিকারীর সাথে সাথে বিজেপিতে যোগ দান করার কথা।
শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সুত্রে খবর, রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী আগামী শনিবার (১৯ ডিসেম্বর) বিজেপিতে যোগ দিচ্ছেন। আর সেই সাথে প্রাথমিকভাবে আরও ১০ জন বিধায়কও তাঁর সঙ্গে গেরুয়া শিবিরে নাম লেখাবেন। আর এরপর ধাপে ধাপে আরও একাধিক বিধায়ক তৃণমূল ছাড়বেন বলেও শুভেন্দু অধিকারী দাবি করেছেন। উল্লেখ্য, গতকাল তৃণমূল কংগ্রেস সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকেই স্থির হয়েছে কোন কোন বিধায়ক নিয়ে শুভেন্দু বিজেপিতে যোগ দেবেন।
আরও পড়ুন: সাংসদ সুনীল মণ্ডল ও জিতেন্দ্র তিওয়াড়ি’র সাথে বৈঠক চলছে শুভেন্দুর! তাহলে কী এরাও এবার বিজেপি’তে!
উল্লেখ্য, আজ দুপুরে শুভেন্দু বাবু দিল্লি যাচ্ছেন। সেখানে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি ও অমিত শাহ’র সাথে আর সে কারণেই হোমওয়ার্ক করার জন্যে গতকাল দুপুরে বিধানসভায় ইস্তফাপত্র জমা দেওয়ার পর সোজা পশ্চিম বর্ধমানের কাঁকসায় সুনীলের বাড়িতে হাজির হন। সুনীল বাবুর বাড়িতে গতকাল বৈঠকে হাজির ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোল পুরসভার প্রধান প্রশাসক জিতেন্দ্র সিং, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় সহ দুই বর্ধমানের একাধিক প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর। সেখানে প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে।
তবে বিধানসভা’র মতই বৈঠক থেকে বেরিয়ে শুভেন্দুবাবু একটিও মন্তব্য করেননি। অন্যদিকে শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের দাবি, সম্প্রতি সুনীলের মা প্রয়াত হয়েছেন। শ্রাদ্ধানুষ্ঠানে থাকতে না পারার জন্যে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন শুভেন্দু। যদিও ঘনিষ্ঠ মহলের সেই ব্যাখ্যা শনিবারের চমকে একটু যে পর্দা চাপাচ্ছে না সেটা সূত্রের খবরেই স্পষ্ট। অন্যদিকে আগামী কাল কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রীমো কলকাতায় ফিরে দলের পরবর্তী পদক্ষেপ কী নেন সেটার দিকেই তাকিয়ে আছে গোটা রাজ্য।