দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নবান্নে চিঠি আসার পরেই রাজ্য সরকার জানিয়েছিল এই মূহুর্তে এই তিন আইপিএস কে ‘রিলিজ’ দেওয়ার প্রশ্নই নেই। আর সেই প্রস্তাব নাকচ করে নবান্ন থেকে চিঠিও গিয়েছিল। কিন্তু সূত্রের খবর সেই আপত্তি শুনল না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই তিন আইপিএস কর্তাকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিল দিল্লি।
যে তিনজন আইপিএস কে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র তাঁদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠি। যাঁকে এই মূহুর্তে সশস্ত্র সীমা বল তথা এসএসবি (SSB) তে ৫ বছরের জন্য ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার তিন এসএসবির ডিআইজি পদে বদলি হচ্ছেন।
ইন্দো টিবেট বর্ডার পুলিশের আইজি পদে পাঠানো হচ্ছে এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্রকে। তাঁকেও ৫ বছরের জন্য ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ডায়মন্ডহারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে যেতে বলা হয়েছে ব্যুরো অব পুলিশ রিসার্চ বিপিআরডি-তে। তাঁর ডেপুটেশনের মেয়াদ হবে ৩ বছর।
আরও পড়ুন: “কল্যাণ কে? অজয় ভাল্লা কল্যাণ এর চিঠি এতক্ষণে ডাস্টবিনে ফেলে দিয়েছেন”: জয়প্রকাশ মজুমদার
উল্লেখ্য, এঁরা তিনজনেই বিজেপি সভাপতি জে পি নাড্ডা’র নিরপত্তার দ্বায়িত্বে ছিলেন। বিশেষ করে যখন গত বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছিলেন বিজপি প্রধান। কিন্তু নাড্ডার কনভয়ের উপর বেনজির হামলা হয়। তার পরপরই এই তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক।
অন্যদিকে নবান্ন কেন্দ্রের ওই নির্দেশের তীব্র আপত্তি জানিয়েছিল। প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব ভাল্লা’কে চিঠি লিখে কড়া ভাষায় জানিয়েছিলেন যে ‘ আইন এবং প্রশাসন, এটা সম্পুর্ণভাবে রাজ্যের বিষয়। কেন্দ্র যেন এই বিষয়ে হস্তক্ষেপ না করে। অন্যদিকে গত ১৩ তারিখ চিঠি দিয়ে নবান্ন থেকে কেন্দ্রীয় নির্দেশের বিরোধীতা করে জানানো হয় যে এই তিন আইপিএস কে ছাড়া যাবে না।
সেই আপত্তির কথা শুনল না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নর্থ ব্লক থেকে নবান্নকে জানানো হয়েছে যে সেন্ট্রাল সার্ভিসেস রুল ৬(১) অনুযায়ী কেন্দ্রীয় ক্যাডারের অফিসারদের বদলি করার কেন্দ্রের অধিকার রয়েছে। আর সেই নিয়ম অনুযায়ী তাঁদের বদলি করা হয়েছে। কোনও সংশয় নেই, স্বরাষ্ট্র মন্ত্রকের এই কড়া অবস্থানের পর কেন্দ্র-রাজ্য তীব্র সংঘাতের পরিস্থিতি তৈরি হল।