দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ নতুন করে রাজ্যের তিন আইপিএস এ ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিলো কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। আর এই নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত আবার চরমে উঠলো। এর আগে নবান্ন জানিয়ে দিয়েছিল যে কিছুতেই এই অফিসারদের ‘রিলিজ’ দেওয়া যাবে না। আর এ বিষয়ে গত ১৩ তারিখ নবান্ন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠিও লেখা হয়েছিল। আর সে চিঠিকে নস্যাত করে আজ স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে ডেপুটেশনে পাঠানো হচ্ছে এই তিন অফিসারকে। আর এই নিয়ে আইপিএস অফিসারের বদলি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সরাসরি সঙ্ঘাতের ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে পরপর তিনটি টুইটে সে কথা জানিয়ে দিয়েছেন তিনি।


মমতা ব্যানার্জী জানিয়েছেন “রাজ্যের আপত্তি সত্ত্বেও পশ্চিমবঙ্গের ৩ জন কর্মরত আইপিএস অফিসারের জন্য ভারত সরকারের কেন্দ্রীয় ডেপুটেশনের আদেশ হচ্ছে ক্ষমতার একটি রঙিন অনুশীলন এবং আইপিএস ক্যাডার রুল ১৯৫৪ এর জরুরী বিধানের একটি স্পষ্ট অপব্যবহার।
এই আইন রাষ্ট্রের এখতিয়ার দখল করা এবং বিশ্ববঙ্গের কর্মরত কর্মকর্তাদের মনোবল নষ্ট করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এই পদক্ষেপ, বিশেষ করে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মৌলিক নীতির পরিপন্থী। এটা অসাংবিধানিক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা কেন্দ্রের এই নির্লজ্জ প্রচেষ্টাকে প্রক্সি দিয়ে রাজ্য যন্ত্রকে নিয়ন্ত্রণ করতে দেব না! পশ্চিমবঙ্গ সম্প্রসারণবাদী ও অগণতান্ত্রিক শক্তির সামনে মাথা নত করবে না।”
আরও পড়ুন: কল্যাণ এর ‘হুমকি’ নস্যাত করে তিন আইপিএস কে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ নবান্নে!
প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে বিজেপি সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়েন তিন আইপিএস অফিসার। তাঁরাই সেদিন নড্ডার নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওই ঘটনাকে প্রথম থেকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছিল। সেই সূত্রেই তারা তিন অফিসারকে দিল্লিতে রিপোর্ট করতে বলেছিল। কিন্তু নবান্ন সে বিষয়ে রাজ্য সরকারের অপারগতার কথা জানানোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ বার সরাসরিই তাঁদের কেন্দ্রের অধীন তিনটি সংস্থায় বদলির নির্দেশ দিয়েছে।