দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মন্ত্রিত্ব, বিধায়ক পদের পর এবার তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী। আজ তিনি তাঁর ইস্তফাপত্র সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন। উল্লেখ্য গত ২৭ ‘শে নভেম্বর মন্ত্রিত্ব ছেড়েছিলেন আর গতকাল, বুধবার তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর আজ, বৃহস্পতিবার দল থেকে সম্পুর্ণভাবে সরে গেলেন শুভেন্দু অধিকারী। তবে দল ছাড়ার কোনও কারণ চিঠিতে উল্লেখ করেননি শুভেন্দু অধিকারী। তিনি অনুরোধ করেছেন যাতে এই পদত্যাগপত্র দ্রুত গৃহীত হয়।
আরও পড়ুন: আরও দশ বিধায়ক এক শুভেন্দু! হ্যাঁ, আগামী শনিবার কী এমনটাই দেখতে চলেছে রাজ্য?
প্রসঙ্গত, এই নিয়ে তাঁর এটা দ্বিতীয়বার দলত্যাগ। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে বাবা শিশির অধিকারীর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য গঠিত তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আর আজ দীর্ঘ ২২ বছর বাদে সেই দলের সাথে সম্পর্ক শেষ করলেন নন্দীগ্রামের ভূমিপুত্র। আজ তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে শুভেন্দু লেখেছেন, তিনি রাজনৈতিক দল থেকে সদস্যপদ ছাড়লেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, এই দলে তিনি দীর্ঘদিন কাজ করতে পেরেছেন, মানুষের উপকার করতে পেরেছেন এবং তিনি তাঁর জীবনের অনেকটা সময় এই দলে কাটিয়েছেন, তার জন্য তিনি ধন্য।


এর আগে শুভেন্দু হলদিয়া ডেভলপমেন্ট অথিরিটি, এইচআরবিসি’র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে প্রতিবারের মতই শুভেন্দু কোনও পদ থেকে পদত্যাগ করার সময় কোনও কারণ দর্শাননি। এর মধ্যে যা খবর আসছে তাতে দক্ষিণ, উত্তর ও মধ্য বঙ্গ মিলিয়ে প্রায় শ’ক্ষানেক তৃণমূল নেতা-কর্মী-অনুগামী তাঁর সাথেই পথ চলবেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এতে লাভবান হতে পারে বিজেপি। কারণ এখনো যা হওয়া তাতে আগামী শনিবারই অমিত শাহ’র মঞ্চে শুভেন্দু বিজেপিতে যোগ দেবেন।