25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    জানুয়ারি মাসে রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের সম্পূর্ণ বেঞ্চ! সেখানেই সিদ্ধান্ত হবে কী মডেল অনুসরণ করবে বাংলা!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকালের রিপোর্ট অনুযায়ী এই মূহুর্তে নির্বাচন কমিশন বিহার মডেল অনুযায়ী পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করাতে পারে। রাজ্যে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতের নির্বাচন কমিশন (‌ECI‌) উদ্বেগ প্রকাশ করেছে। তবে আইন-শৃঙ্খলা’র থেকেও রাজ্যে করোনা পরিস্থিতি কী থাকবে আগামী মে মাস নাগাদ সেটাই এখন মাথা ব্যাথা নির্বাচন কমিশনের। ইতিমধ্যে নভেম্বর মাসে বিহারে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই সেই মডেল পশ্চিমবঙ্গেও প্রয়োগ হবে এমনটাই আশা করছেন বিশেষজ্ঞ মহল।

    বৃহস্পতিবার এই বিষয়ে এক শীর্ষ নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, গতকাল উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্যের একাধিক আইএএস ও আইপিএস অফিসারের সঙ্গে বৈঠক করেছেন। যাঁদের মধ্যে বিভিন্ন জেলার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপাররাও ছিলেন। গতকাল বিহারের প্রধান নির্বাচনী কর্মকর্তা এইচ আর শ্রীনিবাসও এদিনের বৈঠকে বক্তব্য রেখেছেন। তাঁর বক্তব্যের সার এই যে মহামারী পরিস্থিতিতে সেখানে কীভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে ব্যাপারে তাঁর অভিজ্ঞতা তিনি সকলের সাথে ভাগ করেছেন। ‌

    আরও পড়ুন: আরও দশ বিধায়ক এক শুভেন্দু! হ্যাঁ, আগামী শনিবার কী এমনটাই দেখতে চলেছে রাজ্য?

    সূত্রের খবর আজ শুক্রবার সুদীপ জৈনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি দল উত্তরবঙ্গ যাবেন। আজ সেখানে তাঁরা জেলা প্রশাসনের একাধিক কর্তাব্যক্তির সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবারের বৈঠকে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার ব্যাপারে যে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন সেখানে যাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় সে বিষয় টি নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন রাজ্য প্রশাসনকে।

    গোপন সূত্রে খবর নির্বাচন ‌কমিশনের এই দল দিল্লি ফিরে রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে। আর সেই রিপোর্ট দেখেই প্রয়োজনীয় নির্দেশ নিয়ে জানুয়ারি মাসে রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের সম্পূর্ণ বেঞ্চ। উল্লেখ্য চলতি সপ্তাহের শুরুতেই বিজেপি’র একটি প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার দ্বারস্থ হয়ে পশ্চিমবঙ্গে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়ন ও নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু করার দাবি জানিয়েছে এসেছে। আর তারপর পরই নির্বাচন কমিশনের এই বঙ্গ সফর সেকারণে বিশেষ তাত্পর্যপূর্ণ।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...