দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ধূপগুড়ির কাপরপট্টিতে আগুন লেগে বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়।বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের খবর না মিললেও কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভস্মীভূত হয়ে যায় বাজারের শতাধিক দোকান। জানা গেছে,তারমধ্যে বেশীরভাগ দোকানই ছিল জামা কাপড়, দশকর্মা ভাণ্ডার,এবং মনিহারী জিনিসের দোকান।




খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।সারারাত ধরে দমকল বাহিনীর চেষ্টার পর শুক্রবার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।জানা গেছে ধূপগুড়ি বাজারের থানা রোডের পার্শ্ববর্তী কাপড়পট্টি এলাকা দিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার গভীররাতে এক ব্যক্তি প্রথম ওই আগুন দেখতে পান। তিনিই ধূপগুড়ি থানায় ফোন করে খবর দেন। এরপরই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ইঞ্জিন।


আরো পড়ুন:বাংলাপক্ষের আন্দোলনের সুফল; কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.টেক কোর্সে ডোমিসাইল নীতি চালু


কিন্তু তার মাঝেই ঘটে বিপত্তি। যার জেরে আগুন নেভাতে দেরি হয়ে যায় আরও। আচমকাই জল ফুরিয়ে যায় দমকলের। আশেপাশেও কোথাও জল না পেয়ে পিএইচই-তে জল ভরতে নিয়ে যাওয়া হয় ইঞ্জিনটিকে। কিন্তু সেখানেও জল না পাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এসবের মধ্যেই নষ্ট হয়ে যায় বেশ কিছুটা সময়।এরপর ফালাকাটা, ময়নাগুড়ি এবং মালবাজার থেকে দু’টি করে দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে।