দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০২০ করোনা কবলিত। মানুষের অধিকাংশ সময় কেটেছে ঘরে। তবুও হাসপাতালগুলোতে কিন্তু রোগীর মেলা ভিড়। আর এবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবাতে যুক্ত হচ্ছে নতুন মাইল ফলক। রোগী পরিষেবার জন্য প্রস্তুত কল্যাণী AIIMS বা অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। আর সূত্রের খবর অনুযায়ী ২০২১ সালের শুরুতেই প্রাথমিক ভাবে কয়েকটি বিভাগ নিয়ে চালু হবে বহির্বিভাগ পরিষেবা।
উল্লেখ্য ২০১৬ সালে ১৭৯.৮২ একর জমিতে কাজ শুরু হয়। এআইআইএমএস কল্যাণীর। নদীয়ার কল্যাণী মহকুমার বসন্তপুর মৌজায় জমি চিহ্নিত করেছিল রাজ্য সরকার। সেই জমিতে গড়ে উঠছে এআইআইএমএস কল্যাণী। কলকাতা থেকে ৫০ কিলোমিটার দূরে ৩৪ নম্বর জাতীয় সড়ক (বর্তমান ১২ নং জাতীয় সড়ক) থেকে মাত্র এক কিমি দূরে অবস্থিত AIIMS কল্যাণী। AIIMS কল্যাণীর টিচিং, নার্সিং বিল্ডিং, লাইব্রেরী ও অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে। আইপিডি বা অন্তঃবিভাগ বিল্ডিংয়ের কাজ চলছে।


সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে জেনারেল সার্জারি, গাইনি অ্যান্ড অবস্ট্রেটিক্স, মেডিসিন, পেডিয়াট্রিকস, সাইক্রিয়াটিক, ডার্মাটোলজি-সহ মোট ৮টি বিভাগ নিয়ে চালু হবে বহির্বিভাগ। আর ইতিমধ্যেই AIIMS কল্যাণী; কল্যাণী কলেজ অফ মেডিসিন ও জেএনএম হাসপাতালে এমবিবিএ-র প্রথম ব্যাচ চালু করেছে। আর ভর্তি প্রক্রিয়া চলছে আগামী বছরের দ্বিতীয় ব্যাচের। এই মূহুর্তে প্রথম এমবিবিএস ব্যাচে ৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে আর ১২৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হবে দ্বিতীয় ব্যাচের জন্যে।
তবে এখনো অবধি যা খবর তাতে জানুয়ারিতে বহির্বিভাগে সীমিত সংখ্যাতে রোগী দেখা শুরু হলেও নতুন বছরের এপ্রিলে AIIMS কল্যাণীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে ইতিমধ্যে সেই নির্দেশ এসে গিয়েছে। তবে আগামী এপ্রিলেই যাতে সীমিত পরিমাণে অন্তর্বিভাগ বা ইন পেশেন্ট ডিপার্টমেন্ট যাতে চালু করা যায় তারঅ প্রচেষ্টা চলছে। তবে পূর্ণাঙ্গরূপে রোগী পরিষেবা পেতে অপেক্ষা করতে হবে আগামী বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত।