দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চার দিনের বিদ্রোহ আর কয়েক ঘন্টার দফায় দফায় বৈঠক। আর শেষমেশ ক্লাইমেক্সে তৃণমূলের সাথেই আবার পুনর্মিলণ। হ্যাঁ আজ সকল থেকে রাতের চিত্রনাট্যটাই এমন। আজ সকালেই একটি প্রথম শরীর সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছিল এই মূহুর্তে কোনও দলে তিনি থাকছেন না। বরং দলের বাইরে থেকে মানুষের সেবা করবেন। কিন্তু শুক্রবার সন্ধ্যায় সেই চিত্র পাল্টে গেল ১৮০ ডিগ্রি! তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের সঙ্গে এক বৈঠকের পর তিনি জানিয়েছেন দলের সাথে যাবতীয় মতবিরোধ মিটে গিয়েছে। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন অরূপবাবুও।
আজ দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের সুরুচি সংঘ ক্লাবে এই বঠক হয়েছে। তাঁর সঙ্গে সেখানে বৈঠকে বসেন অরূপ বিশ্বাস ও প্রশান্ত কিশোর। আর বৈঠক শেষে বেরিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, আমি তৃণমূলেই থাকছি। আমি আমার ইস্তফা ‘দিদি’ কে গ্রহণ না করতে অনুরোধ করবো। তাঁর বক্তব্য অরূপ বাবু তাঁকে জানিয়েছেন যে, মমতা ব্যানার্জী তাঁর আচরণে আঘাত পেয়েছেন। আর তিনিও মমতাদিকে আঘাত দিতে চাইছেন না। তিনি দিদির কাছে ক্ষমা চেয়ে নেবেন। দল ছাড়ার কথা বলা ভুল ছিল। তিনি যেমন দলের কাজ করছিলাম তেমনই করবো। তবে ফিরহাদ হাকিমকে নিয়ে তাঁর যে সমস্যা ছিল সে বিষয়টি যদিও জানাতে চান নি।
এই বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়বেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি তৃণমূলে ছিলেন আছেন-থাকবেন। পরিবারে নানা বিষয়ে মতবিরোধ হয়। তাই বলে কেউ ‘মা’কে ছেড়ে চলে যায় না। উল্লেখ্য, বৃহস্পতিবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি। এর পরই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ায়।