দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দু দিনের রাজনৈতিক সফরে পশ্চিমবঙ্গে নামার কথা ছিল গতকাল রাত ১১ টার মধ্যেই তবে বিমান বিভ্রাটের কারণে রাত দেড়টা বেজে গেল কলকাতায় পৌঁছতে। সূত্রের খবর, বিএসএফ-এর বিমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা থাকলেও তাতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তিনি বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতায় নামেন। তবে গতকাল মরশুমের প্রথম শীতলতম রাতেও কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে অসংখ্য বিজেপি সমর্থক কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন। বিমানবন্দরে সমর্থকদের অভিবাদন গ্রহণ করে অমিত শাহ চলে যান নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে।


কাল রাজ্যে পৌঁছনোর আগেই বাংলায় টুইট করেন অমিত শাহ। সেখানে তিনি লেখেন, “আমার দুই দিনের সফরের জন্য আমি আজ রাতেই কলকাতায় পৌঁছে যাব। পশ্চিমবঙ্গের প্রিয় ভাই এবং বোনেদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আলাপচারিতার জন্য আমি উদগ্রীব রইলাম”।
আমার দুই দিনের সফরের জন্য আমি আজ রাতেই কলকাতায় পৌঁছে যাব।
পশ্চিমবঙ্গের প্রিয় ভাই এবং বোনেদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আলাপচারিতার জন্য আমি উদগ্রীব রইলাম।
শনি ও রবি দিনভর নানা কর্মসূচি ঠাসা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে পাওয়া সূচি অনুযায়ী,
• শনিবার সকাল ৯.৪৫ মিনিটে এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক
• বেলা ১০.৪৫ মিনিটে স্বামী বিবেকানন্দের পৈত্রিক ভিটে পরিদর্শনে
• হেলিকপ্টারে যাবেন পশ্চিম মেদিনীপুর
• বেলা ১২.৩০, সিদ্ধেশ্বরী মন্দির পুজো দেবেন
• ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান
• মহামায়া মন্দিরে পুজো দেবেন
• দুপুর ১.৩০-এ বালিজুরি গ্রামে রাজমিস্ত্রি সনাতনের পরিবারে মধ্যাহ্নভোজ
• কিছুক্ষণ বিশ্রামের পর দুপুর ২.৩০ মিনিটে মেদিনীপুর কলেজ ময়দানে সভা
• রাতে হেলিকপ্টারে কলকাতায় ফিরে আসবেন
• শনিবার রাতে বালিগঞ্জের পার্ক লেন-এ একটি বৈঠক
• রবিবার যাবেন বিশ্বভারতীতে
• সকাল ১০.৫০ -এ বীরভূম যাবেন হেলিকপ্টারে
• বেলা ১১ টায় বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দেবেন
• বেলা ১টায় পারুলডাঙ্গায় বাউল শিল্পীর সঙ্গে মধ্যাহ্নভোজ
• দুপুর ২ টো ও বিকেল ৪টে রোড শো
• হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তার রোড শো
• বোলপুরেই সাংবাদিক বৈঠক
• অন্ডাল বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
তবে ইতিমধ্যে অমিত শাহ’র পোস্টার ঘিরে বোলপুরে বিতর্ক চরমে পৌঁছেছে। সেই সাথে তাঁর এই ‘মধ্যাহ্ন ভোজনে’র রাজনীতি নিয়েও বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আজকের সভা শাহ ও পশ্চিমবঙ্গের জন্যে বিশেষ তাত্পর্যপূর্ণ কারণ আজই শুভেন্দু অধিকারী সহ এক গুচ্ছ বিধায়ক ও তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার কথা। আর সেই সভার দিকেই এখন অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ।