আবার ৭দিনের জন্য কমপ্লিট লক ডাউন বারাসাত

0
60

কোভিড মোকাবিলায় শনিবার থেকে সাতদিনের জন্য কমপ্লিট লক ডাউন বারাসাত পৌরসভা অঞ্চল জুড়ে। বুধবার সর্বদলীয় বৈঠক করে চব্বিশ ঘন্টা কমপ্লিট লকডাউনের সিদ্ধান্ত নিল বারাসাত পৌরসভার প্রশাসক মন্ডলী তথা বোর্ড অফ অ্যাডমিনস্ট্রেটর্স। শনিবার থেকে শুক্রবার সার্বিক লকডাউনের আওতায় বারাসাত । কেবলমাত্র জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে দোকানপাট। রাজ্যসরকার যে দুদিন প্রক্ষিপ্ত লক ডাউন ডেকেছে সেই দুদিন তো লক ডাউন থাকছেই আগামী শনিবার থেকে শুক্রবার অব্দি বাকি দিনগুলিতেও সার্বিক লক ডাউন পালিত হবে।এদিনের সর্বদলীয় বৈঠকে তৃণমূল ছাড়াও হাজির ছিলেন কংগ্রেস, সিপিএম ফরোয়ার্ড ব্লক ও বিজেপি। বৈঠক শেষে বোর্ড অফ অ্যাডমিনস্রেটর্স য়ের চেয়ারপার্সন সুনীল মুখার্জী জানান,” বারাসাত থেকে টোটো অটো বন্ধ থাকলেও সার্বিক যান বাহন পরিষেবা বন্ধ থাকবে না । বাস চলবে।কার্যত ওষুধের দোকান ব্যতীত সব দোকানপাট বন্ধ থাকবে । স্ট্যান্ড এলোন শপ বন্ধ রাখতে আলাদা ভাবে আবেদন করা হবে। ভ্রাম্যমান শাক সবজি ও আমিষের মাধ্যমে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে যাবে পাড়ায় পাড়ায় ।জরুরি দরকার ছাড়া মানুষ বাড়ি থেকে বেরোতে পারবেন না।” ফলে কেবলমাত্র এই শুক্রবারই দোকানপাট বাজারঘাট খোলা।আগামীকাল থেকে আগামী শুক্রবার এই আটদিনে এই শুক্রবার ব্যতীত সম্পূর্ণ লক ডাউনের আওতায় বারাসাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here