দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগেই আবয়হাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আর সেমতোই শুক্রবার রাত থেকেই জাঁকিয়ে শীত পড়ল গোটা পশ্চিমবঙ্গে। একধাক্কায় কলকাতা-সহ বিভিন্ন জেলায় পারদের অধ:পতন। আর এর জেরে কলকাতায় তাপমাত্রা কমল তিন ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এই কনকনে ঠান্ডা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উল্লেখ্য গত কয়েকদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অংশে সকালের দিকে কুয়াশার বেশ দাপট ছিলো। আর কুয়াশা’র কারণে সেভাবে শীতও অনুভূত হচ্ছিল না। শুক্রবার থেকে সেই অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। সারাদিন পরিষ্কার আকাশ আর উত্তরের হাওয়াতে শুক্রবার সন্ধ্যে থেকেই কনকনে শীত মালুম হতে থাকে। আর এর জেরে শনিবার সকালে একধাক্কায় কলকাতায় তাপমাত্রা তিন ডিগ্রি কমে হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি কম হওয়ার পাশাপাশি মরশুমের শীতলতম দিন ও বটে।
উত্তরভারতের জম্মু-কাশ্মীরের পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে পশ্চিমবঙ্গেও হু হু করে উত্তুরে হাওয়া ঢুকছে। কলকাতার পাশাপাশি জেলায় পারদ নামতে শুরু করেছে। সপ্তাহান্তে রাজ্যজুড়ে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ কলকাতায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জেলায় পারদ ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। তবে সেই শীতের রেশ বেশিদিন থাকবে না। আগামিকাল (রবিবার) কাশ্মীর উপত্যকায় আরও একটি পশ্চিমী ঝঞ্জা প্রবেশ করতে পারে। তার প্রভাবে উত্তুরে হাওয়া আবারও বাধাপ্রাপ্ত হতে পারে। সেক্ষেত্রে মঙ্গলবারের পর থেকে রাজ্যে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।